টানা বৃষ্টিতে জেরবার জটেশ্বর

0
35

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

টানা কয়েক দিনের বৃষ্টিতে জেরবার আলিপুরদুয়ারের জটেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের নবনগর। মুজনাই নদী গিলে খাচ্ছে গোটা এলাকা। ইতিমধ্যে প্রায় ৬০ থেকে ৭০ বিঘে জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

River bank | newsfront.co
নিজস্ব চিত্র

সেচ দফতর ওই এলাকায় পাড় বাঁধের ব্যবস্থা না করায় নদীভাঙন অব্যাহত। আতঙ্কিত হয়ে পড়েছেন ১৫০টি পরিবার। জটেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের গুয়াবাগান,কালীবাড়ি এলাকায় মুজনাই নদী বাঁক নেওয়ায় সমস্যায় পড়েছেন গোটা গ্রামের মানুষজন।

Bablu das | newsfront.co
বাবলু দাস, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র
Biswanath Das | newsfront.co
বিশ্বনাথ দাস, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

ওই এলাকায় কোন পাড় বাঁধ নেই। তাই নদী গ্রাস করছে জনপদ। ইতিমধ্যে বিঘার পর বিঘা নদীগর্ভে বিলীন হয়েছে। এই অবস্থা চললে গোটা গ্রামই যাবে নদীগর্ভে।ওই এলাকায় আজ পর্যন্ত কোন সরকারি আধিকারিক না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।

Samaresh Pal | newsfront.co
সমরেশ পাল, স্থানীয় পঞ্চায়েত প্রধান। নিজস্ব চিত্র

গ্রামবাসীরা জানান, ‘পঞ্চায়েত কোন গুরুত্ব দিচ্ছে না। গ্রামবাসীদের দাবি উপেক্ষিত হচ্ছে। নদীভাঙন এখন ব্যাপক আকার নিয়েছে। এভাবে ভাঙ্গন চললে ওই এলাকার প্রায় ১৫০ টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here