শান্তনু পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
আমপান ঘূর্ণিঝড় কেটে যাওয়ার পর আজও নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যা রয়েছে দক্ষিণ সুন্দরবনের নামখানা ব্লকের অধিকাংশ জায়গায়। জল নিকাশি না হওয়ার জেরে সমস্যায় পড়েছে নামখানা বাজার সংলগ্ন এলাকার কলোনির বাসিন্দারা। ২০০৯ সাল থেকে কলোনির পাঁচটি পুকুরের জমা জলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
প্রতিবছর বর্ষায় বেশি সমস্যা দেখা দিলেও চলতি বছরে আমপানের সমস্যা মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছে। নামখানা বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, হাতানিয়া দোয়ানিয়া নদীর জল অনায়াসে ঢুকে পড়ছে নামখানার অধিকাংশ গ্রামে। বিশেষ করে নামখানার কলোনিতে। নোনা জল ঢুকে বেরতে না পারায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। জমা জলে পড়ছে নোংরা পদার্থ।
আরও পড়ুনঃ গুঞ্জরিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী
কারণ বাজার সংলগ্ন এলাকায় নেই কোন ভ্যাট। যার ফলে পরিত্যক্ত ডোবা পুকুরকে বেছে নিতে হচ্ছে ব্যবসায়ীদের। দুর্গন্ধের পাশাপাশি জমা জলে বাড়ছে মশা-মাছির উপদ্রব।নারায়নপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও সুরাহা মিলছে না বলে দাবি প্রতিবেশীদের। তাদের দাবি লিখিত অভিযোগ জানানো হয়েছে নারায়নপুর পঞ্চায়েত প্রধান থেকে নামখানার বিডিওকে। কিন্তু আজও তার সমাধান মেলেনি।
আরও পড়ুনঃ রায়গঞ্জে করোনা আক্রান্ত দম্পতি, ভর্তি করা হল কোভিড হাসপাতাল
প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে নামখানা কলোনির বহু পরিবারকে। তাদের একটাই দাবি, অবিলম্বে জমে থাকা নোংরা পদার্থগুলো সরানো হোক। এর পাশাপাশি বসবাসের সু-ব্যবস্থা করে তোলার দাবি রেখেছেন তারা। যদিও বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ পঞ্চায়েত প্রধান চম্পা বৈরাগি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584