প্রচেষ্টা প্রকল্পের ফর্ম নিতে মালদহ প্রশাসনিক ভবনের সামনে ভিড়

0
59

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

প্রচেষ্টা প্রকল্পকে কেন্দ্র করে লকডাউন শিকেয় উঠল মালদহে। লকডাউনের সমস্যায় দুঃস্থ পরিবারগুলিকে সাহায্যের জন্য ‘প্রচেষ্টা’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার৷ এই সব মানুষকে এককালীন এক হাজার টাকা সাহায্যের জন্যই মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেন।

no social distance | newsfront.co
নিজস্ব চিত্র

গত ১৫ ই এপ্রিল থেকে শুরু হয়েছে এই প্রকল্পের ফর্ম পূরণের কাজ। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। পুরো বিষয়টি চলছে অনলাইনে৷ ইতিমধ্যে অনেকে অনলাইনে এই ফর্ম পূরণ করেছে৷ সোমবার সেই ফর্ম জমা দিতে জেলা প্রশাসনিক ভবন চত্বরে ভিড় আছড়ে পড়ে৷ মুহূর্তের মধ্যে মুছে যায় লকডাউন কিংবা সামাজিক দূরত্বের বিষয়টি।

আরও পড়ুনঃ নবদ্বীপ শহরে বিভিন্ন উপ ডাকঘর বন্ধ, টাকা পাচ্ছেন না গ্রাহকরা

গায়ে গা লাগিয়েই সবাই দাঁড়িয়ে পড়ে লাইনে৷ এই ঘটনায় মানুষজনের মধ্যে করোনা আতঙ্ক আরও বাড়িয়ে দেয়৷ পুলিশ নেমে মালদহ প্রশাসনিক ভবন চত্বর এলাকা খালি করে দেয়৷ তবে প্রচেষ্টার ফর্ম কীভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা নেওয়া হবে, তা বিশদে জানাতে পারেননি প্রশাসনিক কর্তারা ৷ এনিয়ে জেলাশাসকেরও কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here