দূরত্ব মানার বালাই নেই, ব্যাংকের সামনে ভিড় গ্রাহকদের

0
95

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনকে উপেক্ষা করেই উপচে পড়া ভিড় ব্যাংকে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। জানা যায়, এই কঠিন পরিস্থিতিতে কার্যত লকডাউনকে উপেক্ষা করেই টাকা তোলা ও জমা দেওয়ার জন্য ক্রমেই ব্যাংকের গেটের সামনে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। এমনকি লাইনে দাঁড়ানো গ্রাহকদের মধ্যে অধিকাংশ মানুষেরই মুখে নেই মাস্ক।

Bank line | newsfront.co
নিজস্ব চিত্র

শুধু তাই নয়, সামাজিক দূরত্ব বজায় রাখারও বালাই নেই গ্রাহকদের। তবে মাঝেমধ্যে পুলিশকর্মীদের দেখা মাত্রই কেউ মুখ ঢাকছেন তো কেউ আবার দূরত্ব বজায় রাখার ভণিতা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এমন অবস্থায় গ্রাম ও শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাহকেরা সমস্যায় পড়েছেন।

আরও পড়ুনঃ লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নাকা চেকিং পুলিশের

যদিও এ বিষয়ে এক মহিলা গ্রাহক জানান তিনি স্বর্ণজয়ন্তির টাকা তুলতে এসেছেন। কেউ কেউ জানান, তারা ভারত সরকার প্রদত্ত জিরো ব্যালান্স খাতের পাঁচশো টাকা তুলতে এসেছেন। তবে শহরের বেশিরভাগ ব্যাংক সামাজিক দূরত্ব মেনে চললেও, এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তা মানা হচ্ছে না। তবে এবিষয়ে ব্যাংক ম্যানেজার কোন মন্তব্য করতে চাননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here