নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা মোকাবিলায় রাজ্যে জারি রয়েছে লকডাউন,এই পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে বিনামূল্যে দেওয়া হচ্ছে রেশন। কিন্তু রাজ্যে বহু মানুষ রয়েছে যাদের এখনো পর্যন্ত কোন রেশন কার্ড নেই,ফলে ডিজিটাল রেশন কার্ড না থাকায় দোকানে গিয়ে বিনামূল্যের রেশন সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে বহু গ্রাহক।
আবেদন করা সত্বেও কার্ড হাতে না পাওয়ায় ৫ কেজি করে চাল পাচ্ছেন না অনেক সাধারণ মানুষ। সোমবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা খাদ্য দফতরে ভিড় করেন কয়েক’শ গ্রাহক।
আরও পড়ুনঃ সংক্রমণ ঠেকাতে অস্থায়ী বাজার যুবকদের
মূলত বর্তমান পরিস্থিতিতে তাদের রেশন ব্যবস্থা করে দেওয়ার তাগিদে খাদ্য দফতরের সামনে ভিড় করেন, এই অবস্থায় জটলা এড়াতে হস্তক্ষেপ করে খড়গপুর টাউন থানার থানার পুলিশ। দূরত্ব বজায় রেখে গেটের বাইরে লাইন করিয়ে দেন খড়গপুর টাউন থানার পুলিশ। তবে বর্তমানে যেসব গ্রাহকদের রেশন কার্ড নেই , আদৌ কি তারা রেশন ব্যবস্থার সুবিধা পাবেন সেটা নিয়েই রয়েছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584