ভাঙা লকগেট, দুর্ভোগ বাসিন্দাদের

0
38

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

শনিবার পূর্ণিমার কোটালের জোয়ার। এমনিতেই ভয়ংকর ঘুর্ণিঝড়ের পর পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা সমুদ্রের জলস্তর এখনো পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে। ফলে কোলাঘাট এলাকার রূপনারায়নে কোটালের জোয়ার বানডাকার পর দ্রুত বেড়ে ওঠে‌।

heavy rain | newsfront.co
নিজস্ব চিত্র

নিকাশি এবং চাষের জন্য কোলাঘাট নতুন বাজারের স্লুইসগেট টি বহু বছর ধরেই ভগ্ন অবস্থাতে রয়েছে। শনিবার এই জোয়ারের ফলে মুহূর্তের মধ্যে জোয়ারের জল ভাঙা স্লুইসগেট দিয়ে ঢুকে পড়ে। নতুন বাজার হাটের বৃহত্তম অংশের দোকান বাজার এবং বসত বাড়িগুলো জলবন্দী হয়ে পড়ে।

trouble | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা

স্থানীয় বাসিন্দা মদন পোড়ে বলেন, দীর্ঘদিন ধরেই ঐ লকগেটটি ভাঙা। অনেক বলেও কোন সুরাহা হয়নি‌ । প্রতি বছরই এইসময় দিনরাত জেগে পড়ে থাকতে হয়। দোকান আর ঘরবাড়ির মালপত্র জোয়ারের জলের হাত থেকে বাঁচানোর জন্য‌ জানিনা এভাবে কতদিন অপেক্ষা করতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here