নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
এশিয়ার সর্ববৃহৎ আনারস মার্কেট হল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর আনারস বাজার । এদিন সকাল থেকে আনারস বাজারে দেখা গেল অন্য চিত্র। সামাজিক দূরত্ব তো দূরের কথা, কারোর মুখে কোন মাস্ক পর্যন্ত নেই ।
এর পাশাপাশি আনারস বোঝাই গাড়িগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে থাকার জন্য তৈরি হয়েছে বিশাল যানজট । এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। যদিও মাস্ক ছাড়া যারা ঘুরে বেড়াচ্ছিল তাদের মাস্ক না পরার কারণ জানতে চাইলে একের পর এক অজুহাত দিতে থাকে।
অপরদিকে সাপ্তাহিক লকডাউনের সময় সর্বত্র পুলিশের টহলদারি চোখে পড়ার মতো ছিল। কিন্তু এই দিন পুলিশের দেখা নেই বললেই চলে।
আরও পড়ুনঃ আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল দক্ষিণ দিনাজপুরে
অনেকেই প্রশ্ন তুলে বলছেন যে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে আনারস মার্কেট। তা সত্বেও কেন পুলিশের এই রকম ভূমিকা? অবশেষে দুঘণ্টা পরে পুলিশ ঘটনা স্থলে যায়এবং যারা মাস্ক পড়েনি তাদের সতর্ক করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584