তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি ঐতিহ্যবাহী দোহালিয়া কালীমন্দিরে মাস্কবিহীন অবস্থায় দর্শনার্থীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। পৌষ মাসে দোহালিয়া কালী মন্দির সংলগ্ন এলাকায় মেলার আয়োজন করা হয়। সেই মেলাতে ক্রেতা এবং বিক্রেতাদের অধিকাংশের মুখে মাস্কের দেখা মিলছে না।
অন্যদিকে, যখন তারা পুজো দিতে মন্দিরের ভিতরে প্রবেশ করছেন তখন প্রত্যেক দর্শনার্থীকে মাস্ক পরতে হচ্ছে। মন্দির কর্তৃপক্ষের নির্দেশে যদিও মন্দির থেকে বেরিয়ে গেলে মন্দিরের সামনে বা মন্দিরের আশেপাশে যখন দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছে তখন তাদের বেশিরভাগ এর মুখেই মাস্কের দেখা মিলছে না। মাস্ক কেন পরেননি, মাস্ক বিহীন দর্শনার্থীদের প্রশ্ন করলে নানা মুনির নানা মত।
যদিও মন্দির কর্তৃপক্ষ জানান, বারবার মাস্ক পরার জন্য মাইকিং এবং সতর্ক বার্তা দেওয়া হলেও অনেকে মাস্ক পরছে না। তবে যারা মাস্ক পরছে না তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কড়া সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। করোনা অতিমারির মধ্যে মন্দিরের ভিতরে সামাজিক দূরত্ব বজায় না রেখে চলছে দক্ষিণা কালীর উপাসনা আর এই চিত্র দেখে অনেকটাই উদ্বেগ বাড়ছে করোনা সংক্রমন নিয়ে।
আরও পড়ুনঃ বিদ্যালয় খোলার দাবিতে বহরমপুরে অবস্থান বিক্ষোভ এসএফআইয়ের
অনেকের আবার মত কান্দির দোহলিয়া কালীমন্দিরে বা কান্দির দোহলিয়া কালীমন্দির সংলগ্ন এলাকায় প্রশাসনকে আরো সক্রিয় হওয়া দরকার ছিল। মন্দিরের এই ভয়ানক চিত্র দেখার পর উদ্বেগ অনেকটাই বাড়ছে করোনা সংক্রমণ নিয়ে আগামী ভবিষ্যতের দিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584