নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
লকডাউনের জেরে ব্যাহত যান চলাচল। তার ফলে হাসপাতালে যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে রোগীর পরিবারের। জানা যায়, বহরমপুরের গান্ধী কলোনি বাসিন্দা রাজেশ কর্মকার, বাসুদেব কর্মকার ও সহদেব কর্মকার। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্ত সহদেব কর্মকার। সে কারণেই মুম্বাইয়ে চিকিৎসার স্বার্থে যান প্রায়ই। তবে লকডাউনের জন্য মুম্বাইয়ে চিকিৎসার জন্য না যেতে পারায় জেলারই স্থানীয় হাসপাতালে বৃহস্পতিবার চিকিৎসার জন্য যান তাঁরা।
সেজন্য সন্ধ্যা নাগাদ অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরেন কর্মকার পরিবার। এর পাশাপাশি প্রায়ই চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার কারণে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই পরিবার।আর তাই এদিন আবারও বহরমপুর মেডিকেল হাসপাতালে যান কর্মকার পরিবার। সেখান থেকে তাঁরা রাত ২ টো নাগাদ বাড়ি ফেরেন।
আরও পড়ুনঃ সুরক্ষা বলয় ছাড়াই গ্রামেগঞ্জে ঘুরে কাজ করার অভিযোগে ক্ষুব্ধ আশাকর্মীরা
তবে প্রায়ই হাসপাতালে যাওয়ার কারণে তাঁদের থেকে সংক্রমণ ছড়ানোর আশংকায় ভুগছেন এলাকাবাসীরা।সেজন্যই শুক্রবার সকালে গান্ধী কলোনীর বাসিন্দারা একজোট হয়ে কর্মকার পরিবারের বিরুদ্ধে সরব হন।এমনকি এই পরিস্থিতির কথা আগেই পড়শিরা জানতে পেরে বৃহস্পতিবার রাতেই থানায় অভিযোগ জানাতে যান বাসিন্দারা। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ এসে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584