নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
রেশন থেকে পাওয়া আটায় প্লাস্টিক মেশানোর অভিযোগ উঠেছে মালদহে। ঘটনাটি ঘটেছে মালদহ শহরের কোতুয়ালি অঞ্চলের গনিপুর এলাকায়। রঞ্জন দাসের স্ত্রী দুলালী দাসের অভিযোগ, রেশন থেকে আনা আটার রুটি খেলে প্লাস্টিকের গন্ধ পেতাম।
তারপর তিনি মাখা আটা টেনে দেখেন প্লাস্টিকের মতো লম্বা হয়ে যাচ্ছে এবং পোড়ালে প্লাস্টিকের গন্ধ বেরোচ্ছে। তৎক্ষণাৎ ঘটনাটি এলাকার এ পি ডি আরের সদস্য চন্দ্রকান্ত দাসকে জানান। চন্দ্রকান্ত বাবু দুলালী দাসের বাড়িতে গিয়ে ঘটনাটি দেখে অবাক হয়ে যান।
আরও পড়ুনঃ মালদহে আরও ৭ জনের দেহে করোনা সংক্রমণ
তিনি তড়িঘড়ি এপিডিআরের দলীয় কার্যালয়ে ঘটনাটি জানান। এ পি ডি আরের পক্ষ থেকে ঘটনাটি এস ডি ও সদর সুরেশ চন্দ্র রানুকে জানানো হয় । তিনি আশ্বাস দিয়েছেন, পুরো ঘটনাটি তিনি খতিয়ে দেখবেন। এ বিষয়ে তিনি রেশন ডিলারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584