নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে পরিবারে অনটন। তার উপর রেশনে পর্যাপ্ত সামগ্রী মিলছে না। এই পরিস্থিতিতে রেশন পরিষেবা থেকে বঞ্চিত মালদহের বিভিন্ন ব্লকের হাজার হাজার পরিবার। এদের মধ্যে অনেকের আবার কার্ড নেই। কিন্তু সরকারের ঘোষণা ছিল, রেশন কার্ড না থাকলেও রেশন সামগ্রী পরিবারগুলি পাবে।
কিন্তু বিভিন্ন দপ্তরে বারবার ঘুরেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। তাই সোমবার সকাল থেকে ইংরেজবাজার ব্লকের সামনে প্রখর দাবদাহ উপেক্ষা করে লম্বা লাইন দেখা গেল গ্রাহকদের। তাদের অভিযোগ, এই লক ডাউনে রেশন পরিষেবা থেকে বঞ্চিত তারা।
আরও পড়ুনঃ বিহার থেকে পায়ে হেঁটে বাড়ির পথে ৭০ জন পরিযায়ী শ্রমিক
তারা কেউ ইংরেজবাজার ব্লকের যদুপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আবার কেউ কাজি গ্রামের বাসিন্দা। লক ডাউনে কর্মহীন হয়ে পড়া এই সকল পরিবারগুলি বিভিন্ন দপ্তর ঘুরেছেন কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি। তাই আজ প্রখর দাবদাহ উপেক্ষা করে ব্লকে এসেছেন যদি কোন সমস্যার সমাধান হয়। তাদের দাবি, সবাইকে রেশনে পর্যাপ্ত খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584