নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
যাত্রী নিয়ে দুই অটো চালকের বচসার জেরে এক আদিবাসী অটো চালককে মেরে ফেলার ঘটনায় ওই দোষী ব্যাক্তির গ্রেফতার ও শাস্তির দাবি বালুরঘাট থানায় বিক্ষোভ আদিবাসী সমাজের। মৃত অটো চালকের নাম কালিচরন কাছুয়া, বাড়ি বালুরঘাট থানার বোল্লা অঞ্চলের বৈদ্যপুর গ্রামে।
অন্যদিকে অভিযুক্ত অটো চালকের নাম মিলন বর্মন। আজ দুপুরের এই ঘটনায় বালুরঘাট থানার সামনে যথেষ্ট উত্তেজনা দেখা দেয়।
যদিও বালুরঘাট থানা আগাম সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ায় ও থানার গেট বন্ধ করে দেওয়ায় বিক্ষোভকারিরা থানায় ঢুকতে না পারলেও গেটের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালে উত্তেজনা ছড়ায়। আদিবাসী সমাজের অভিযোগ, গতকাল বিকেলে বালুরঘাট থানার সামনে এই দুই অটো চালকের মধ্যে যাত্রী নিয়ে বচসা হয়।
আরও পড়ুনঃ রাহুল গান্ধীকে হেনস্তার প্রতিবাদে মেদিনীপুরে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ
সেই সময় অন্য অটো চালক মিলন বর্মন থানার সামনেই ওই মৃত অটো চালক কালিচরন কাছুয়ার পেটে সজোরে লাঠি মারে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই কালিচরনের মৃত্যু হয় বলে তাদের অভিযোগ।
উত্তেজিত আদিবাসী সমাজের আরও অভিযোগ খোদ বালুরঘাট থানার সামনে প্রকাশ্য দিবালোকে যদি একজনকে প্রাণ হারাতে হয় সেক্ষেত্রে সাধারন মানুষের নিরপত্তা কোথায়।
আরও পড়ুনঃ জঙ্গি সন্দেহে ধৃতদের পরিবারের সদস্যদের পাশে সিদ্দিকুল্লাহ
পাশাপাশি থানার সামনে একজনকে হত্যা করে হত্যাকারী কেমন করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেল তার জবাব চাওয়ার পাশাপাশি দোষী ব্যাক্তির গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে আজ তারা বালুরঘাট থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছেন বলে তারা জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584