পরিযায়ী পাখি আসে – যায়, তবুও হাল ফেরেনা আংগীনা গ্রামের রাস্তার

0
43

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

হাজার পাখির গ্রাম বলে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের আংগীনা গ্রাম বিখ্যাত। প্রচুর পরিযায়ী পাখি শীতের শুরুতে এখানে এসে থাকে। আর প্রত্যেক বছর রুটিং করে জেলা তো বটেই জেলার বাইরে থেকেও পর্যটকদের সেই সব বিদেশি পারিযায়ী পাখি দেখবার ঢল নামে এই আংগীনা গ্রামে। কিন্তু প্রত্যেক বছর পর্যটকরা এলেও হাল ফেরে না এই গ্রামের মানুষজনের চলাচলের রাস্তার।

road condition | newsfront.co
সাংসদের উপস্থিতি। নিজস্ব চিত্র

স্বাধীনতার ৭৩ বছর পরও এই গ্রামে ঢুকতে হয় কাঁচা রাস্তায় হেঁটে। বর্ষাকালে তাকে রাস্তা না বলে বরং খাটাল বলাই শ্রেয়। একহাঁটু কাদা গ্রামবাসীদের প্রাপ্য। যার ফলে অসুস্থ রোগী থেকে প্রসূতি মহিলা রোগীদের নিকটস্ত বরাহার স্বাস্থ্য কেন্দ্রে যাওয়াই দুষ্কর হয়ে ওঠে।মানুষজন থেকে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের হামেশাই পরতে হয় দুর্ঘটনায়। অথচ এই গ্রামে হাজার মানুষের বাস।

Meeting | newsfront.co
নিজস্ব চিত্র

কুমারগঞ্জ ব্লকের সাফানগর এলাকার এই আংগীনা গ্রামের পাকা রাস্তার পাড়া থেকে বাদ আংগীনা গ্রামের ভেতরে যাওয়া পর্যন্ত রাস্তা। কাঁচা রাস্তা থাকায় বিপাকে ওই গ্রামের বাসিন্দারা। বর্ষায় তা একহাঁটু কাদাতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বার বার স্থানীয় পঞ্চায়েত ও উপর মহলে আবেদন জানিয়েও কোন সুফল পাননি। বাধ্য হয়ে গত শনিবার ক্ষুদ্ধ গ্রামবাসীরা অবিলম্বে রাস্তা পাকা করার দাবিতে এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।

আরও পড়ুনঃ রায়গঞ্জ শহরে ফের এক করোনা আক্রান্তের হদিশ

Road | newsfront.co
রাস্তার বেহাল দশা। নিজস্ব চিত্র

স্থানীয় ভাবে খবর পেয়েই আজ বালুরঘাটের সাংসদ তথা জেলা বিজেপি নেতা সুকান্ত মজুমদার ওই আংগীনা গ্রাম পরিদর্শনে যান। তিনিও এত বছর পরেও গ্রামে ঢোকার রাস্তা পাকা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি আজ স্থানীয় বিডিও এমনকি পঞ্চায়েত স্তরে জানিয়ে অবিলম্বে কাঁচা রাস্তা টি পাকা করার ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন বলে জানান।

আরও পড়ুনঃ শাহের সভা ঘিরে জোর প্রস্তুতি কেশপুরে

তাতেও যদি সারা না মেলে তবে তিনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক জোযনার অধীন রাস্তা টি করবার ব্যবস্থ্যা গ্রহণ করবেন বলে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন।সাংসদ নিজেও বলেন, “আমাদের জেলায় পরিযায়ী পাখি আসার জন্য বিখ্যাত এই আংগীনা গ্রাম। আর সেই গ্রামের রাস্তার হাল এই যা চিন্তাও করা যায় না। এর নাম নাকি উন্নয়ন”! এই বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here