মনিরুল হক, কোচবিহারঃ
করোনা মোকাবিলায় লকডাউনের জেরে মানুষ আজ ঘরবন্দি। কাজ বন্ধ থাকায় গরিব মানুষেরা ভবিষ্যতের রুজি রোজগারের চিন্তায় দিশে হারা। পর্যাপ্ত টাকা পয়সা হাতে না-থাকায় অনেকেই প্রয়োজনীয় খাবার বা সবজি কিনতে পারছেন না। তাই বুধবার থেকে উপভোক্তাদের রেশনে জিনিসপত্র দেওয়া শুরু করেছে রাজ্য সরকার।
পয়লা এপ্রিল সকাল থেকেই জেলার প্রায় সর্বত্র রেশন দোকানে প্রচুর মানুষ লাইন দেন। শুধু তাই নয়, পুলিশ এসে দোকানের সামনে থাকা মানুষকে নির্দিষ্ট দূরত্বে দাঁড়ানোর ব্যবস্থা করে। গতকাল থেকে রেশন দেওয়ার কাজ শুরু হয়ে গেছে মাথাভাঙার বিভিন্ন জায়গায়। তবে এলাকায় ছোটখাটো ঘটনার কথা শোনা গেলেও মাথাভাঙ্গাতে সে রকম কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় প্রস্তুত মুর্শিদাবাদ, সাফ উত্তর সভাধিপতির
তবে ভোর বেলা থেকেই গ্রাহকরা এসে রেশন দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। অনেকে আবার লাইনে দাঁড়িয়ে না থেকে রেশনের সামগ্রী নেওয়ার ব্যাগ দিয়েও লাইন দেওয়ার ব্যবস্থা করেছে বিভিন্ন রেশন দোকানের সামনে।
এদিন এক উপভোক্তা বলেন, “পুলিশ মাইকিং করেছে সামাজিক দূরত্ব রাখতে। সেই মতে রেশনের মালিক দোকানের সামনে গোল দাগ কেটে দিয়েছে। গতকাল মাথাভাঙায় অন্যান্য রেশনের দোকানে প্রচুর ভিড় হয় বলে শুনেছি। তাই আজ ভোট ৪টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে এসে ব্যাগ দিয়ে রেখেছি একটি গোল দাগে”।
অনেকে আবার ওই ব্যাগ গুলো পাহারা দেওয়ার জন্য পরিচিত ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। গ্রাহকদের রেশন নিতে আসার এই অভিনব এবং ব্যাগের লাইন দেখে অনেকেই অবাক হচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584