শুশোভন সেন,বহরমপুর:
অবরুদ্ধ রাস্তা ,বিক্ষোভ দেখালেন পথচারী থেকে ব্যবসায়ি সকলেই |মুর্শিদাবাদ পুলিশ লাইনও ঘিরে ফেলা হয় নিরাপত্তা বলয়ে।মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা বিকেল সাড়ে তিনটেয়। অথচ সকাল দশটা থেকে রবীন্দ্রসদনকে কার্যত ঘিরে ফেললো পুলিশ। আটকে পড়লো মুমূর্ষ রোগী মাঝপথে।একপ্রকার বাধ্য হয়ে দেরিতে স্কুলে পৌছালেন স্হানীয় স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
দুরের স্কুলে পৌঁছনোর বাস ধরতে না পেরে ঘরে ফিরে গেলেন অনেকেই। স্টেশনে পৌঁছানোর আগেই বেড়িয়ে গেল ট্রেন। দোকান পাট খোলা থাকলেও মুখ্যমন্ত্রীর জন্য নিশ্ছ্রিদ্র নিরাপত্তা বজায় রাখতে মানুষজনকে ঘরে থাকতে বাধ্য করল জেলা পুলিশ। আর ক্ষোভ ধরে রাখতে না পেরে রেজাউল করিম মার্কেটের ব্যবসায়ি, পথচারীরা পুলিশের সাথে বাগ্ যুদ্ধে জড়িয়ে পড়লেন। পূলিশ জনগনকে সুবিধা করে দেওয়ার বদলে মুখ্যমন্ত্রীর সুবিধা করে দিতে তৎপর বেশি বলে অভিযোগ জানালেন তারা। তাদের অনেকেই বললেন এর আগেও অনেক মুখ্যমন্ত্রীর সভা হয়েছে এইরকম লোকদেখানো নিরাপত্তা দেখিনি কখনো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584