পয়লা বৈশাখের আগে গণেশ মূর্তি তৈরির ব্যস্ততা চলছে জোরকদমে

0
161

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুরঃ

করোনা ভাইরাস মোকাবিলার জন্য সরকারি নির্দেশিকার পরে সাড়া দেশজুড়ে চলছে লকডাউন। আর তারই রেশ পড়েছে সুদুর দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। বাঙালীর ১২ মাসে ১৩ পার্বণ আর তার মধ্যে অন্যতম বাংলার নববর্ষ তথা পয়লা বৈশাখ। তার আগেই দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে নানান জায়গায় মৃৎশিল্পীরা একমনে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বানিয়ে চলেছেন গণেশ মূর্তি।

ganesh |newsfront.co
নিজস্ব চিত্র

হাতে গোনা আর মাত্র ৪ দিন এরপর আপামর বাঙালীর ঘর থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে নতুন হালখাতার মধ্য দিয়ে পূজা হবে গণেশ ঠাকুরের। তার আগে জেলার বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীদের ব্যবস্থা চলছে জোড়কদমে। এই বিষয়ে জেলার গঙ্গারামপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের মৃৎশিল্পী ভুবন শীল জানান, করোনা ভাইরাস দমনে সাড়াদেশ জুড়ে লকডাউন চলছে কিন্তু এর মাঝেও আশার আলো দেখছি আমরা।

ganesh |newsfront.co
নিজস্ব চিত্র

দৃঢ় বিশ্বাস আমরা জয়ী হবো, সাথে আগামী ১৫ই এপ্রিল আপামর বাঙালীর ঘরে বাংলার নতুন বর্ষের তথা পয়লা বৈশাখের শুভ সূচনা হবে। সাথে আমরা এক একটি গণেশ মূর্তি ৪০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা অবধি বিক্রি করবো। মৃৎশিল্পীরা মূর্তি বিক্রির আশার আলো দেখতে পেয়ে তাদের মুখে হাসি ফুঁটেছে বিস্তর।

আরও পড়ুনঃ করোনায় বাতিল চড়ক, মোকাবিলায় ত্রাণ তহবিলে আর্থিক দান মন্দির কমিটির

লকডাউনের মাঝে গরীব দুঃস্থদের অবস্থা শিরে সংক্রান্তি কিন্তু পুরসভা বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাতদিন এক করে করোনা ভাইরাস দমনে রাজ্যবাসীর পাশে থেকে লড়াই করে চলেছেন। যার ফলে সাড়া রাজ্যবাসীরা তাকে আন্তরিক ধন্যবাদ দিয়েছেন। এই মর্মে বাংলার নতুন বর্ষ তথা পয়লা বৈশাখ করোনা ভাইরাস মোকাবিলায় জয়ী হয়ে সাড়া ভারতবাসী সূর্যের কিরনের সাথে এক নতুন শুভ সকালের সূচনা ঘটবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here