হাসপাতালের জমে থাকা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ আমজনতা

0
200

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

People fastructed for garbage of hospital
জঞ্জালের পাহাড়।ছবিঃ অভিষেক দাস

দীর্ঘদিন সাফাই হচ্ছেনা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের নোংরা আবর্জনা। মেডিকেলের সাফাই কর্মীরা নিয়মিত নোংরা হাসপাতালের ডাম্পিং গ্রাউন্ডে জমা করছে। কিন্তু পুরসভার পক্ষ থেকে সাফাই করা হচ্ছেনা আবর্জনাগুলি। দীর্ঘদিন সাফাই না হওয়ায় আবর্জনার পাহাড় তৈরী হয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন হাসপাতাল সংলগ্ন এলাকা।

People fastructed for garbage of hospital
ছবিঃ অভিষেক দাস

মেডিকেলের সদর দরজায় জমা আবর্জনা থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়।রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দা থেকে পথচারীরা।হাসপাতালের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে ওই এলাকায় বেশ কিছু দোকান রয়েছে।

আরও পড়ুনঃ ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের দুর্গন্ধ জলে অতিষ্ঠ বাসিন্দারা

ব্যবসায়িদের অভিযোগ আবর্জনার দূর্গন্ধের জেরে তাদের দোকানে বসতে সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় অমর মৈত্র ও বিজয় চৌধুরি বলেন,দীর্ঘদিন ধরে পরিষ্কার হচ্ছেনা হাসপাতালের আবর্জনা।মেডিকেলের সাফাই কর্মীরা জাতীয় সড়কের পাশে জমা করছে। কিন্তু পুরসভার পক্ষ থেকে আবর্জনা নিয়ে যাচ্ছেনা। আমরা দ্রুত আবর্জনা পরিষ্কারের দাবী জানাচ্ছি।

মালদা মেডিকেলের নোংরা আবর্জনা এলাকায় পড়ে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে।মালদা মেডিকেলের এমএসভিপি আমিত কুমার দাঁ বলেন, পুরসভার পক্ষ থেকে নোংরাগুলি সাফাই করছেনা। আমরা বহুবার জানিয়েছ। এমনকি লিখিত ভাবে জানানো হয়েছে। দ্রুত পরিষ্কার করার আশ্বাস দিয়েছে পুরকর্তৃপক্ষ। ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন,কিছু দিন শহর জুড়ে সাফাই কাজ বন্ধ ছিল। গত কয়েকদিন থেকে কাজ শুরু হয়েছে। দুই দিনের মধ্যে হাসপাতালের সামনের নোংরা পরিষ্কার করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here