ফুলাহারের জলস্তর বাড়তেই তীব্র হচ্ছে নদী ভাঙনের আশঙ্কা

0
133

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ফুলাহার নদীর জলস্তর বাড়তেই নদী ভাঙনের আশঙ্কা তীব্র হচ্ছে। ভাঙনের আতঙ্কে প্রহর গুনছেন রতুয়া থানার বিলাইমারি ও মহানন্দটোলা সহ আরও পাঁচ ছয়টি গ্রামের বাসিন্দারা।

River bank breaking | newsfront.co
নিজস্ব চিত্র

এই গ্রামগুলি সবই ফুলাহার নদীর ধারে। গত দু’দিন ধরে যে হারে ফুলাহারের ভাঙন শুরু হয়েছে তাতে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম বাসিন্দাদের। গঙ্গারামটোলার আশিস মণ্ডলের ফুলাহার নদী সংলগ্ন চার বিঘা আমবাগানের মধ্যে ১০ কাঠা নদীগর্ভে তলিয়ে গিয়েছে। আরেকজনের নদী ভাঙনে তলিয়ে গিয়েছে প্রায় দেড় কাঠা ফসলি জমি।

তাঁদের বক্তব্য, ‘নদীর জলস্তর বেড়ে যেতেই ব্যাপক হারে ভাঙন হচ্ছে। ফসল সহ জমি নদীগর্ভে চলে যাচ্ছে। অথচ এনিয়ে কোনও হেলদোল নেই সেচ দফতরের। কয়েকদিন ধরে নদী ভাঙনের পাশাপাশি বেড়ে চলেছে ফুলাহার ও গঙ্গা নদীর জলস্তরও।

আরও পড়ুনঃ পুরুষাঙ্গ দেখেই বেধড়ক মার, বিএসএফের বিরুদ্ধে বিক্ষোভ জলঙ্গিতে

সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফুলাহারের জলস্তর বেড়েছে ৭৮ সেন্টিমিটার। আপার ক্যাচমেন্টে প্রবল বর্ষণে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফুলহার ও গঙ্গা নদীর জলস্তর। আগামী কয়েকদিন এই জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করছে সেচ দফতর। কারণ, আপার ক্যাচমেন্টের জল আগামী কয়েকদিন ধরে সমতলে নামতে থাকবে। তবে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির প্রকোপ কমলেই আবার নদীগুলির জলস্তর নেমে যাবে বলে সেচকর্তাদের দাবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here