লকডাউন চললেও প্রভাব নেই গুসকরায়, স্বাভাবিক ছন্দেই চলছে জনজীবন

0
37

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

নামেই লকডাউন চলছে পূর্ব বর্ধমানের গুসকরায়। নিয়ম করে বাজার দোকান সবই খোলা। এমনকি সাধারণ দিনের মতোই রাস্তাঘাটে ব্যাপক ভিড়। নাক, মুখ ঢেকে রাস্তায় বেরোনো বা পারস্পরিক দূরত্ব বজায় রাখা কিছুই হচ্ছে না গুসকরায়।

Bank line | newsfront.co
ব্যাংকের সামনে ভিড় গ্রাহকদের। নিজস্ব চিত্র

যদিও গুসকরার বাসিন্দাদের একাংশের অভিযোগ, সারা দেশে লকডাউন চলছে। অথচ গুসকরা শহরে এলে মনে হবে, এই শহরে লকডাউন মানার কোনও নির্দেশ আসেনি। এর পাশাপাশি গুসকরার ডাকবাংলো মার্কেট, স্কুল মোড় এলাকা ও শান্তিপুরের প্রভৃতি জায়গায় নিত্য দিনের মত ভিড় লেগেই আছে এই লকডাউনে।

আরও পড়ুনঃ ভিন রাজ্য থেকে শিশুদের চিকিৎসায় এসে বিপাকে ত্রিপুরার কয়েকটি পরিবার

এমনকি সামান্য টাকা তোলার জন্য বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিনই গুসকরার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আসছেন প্রায় কয়েকশো গ্রাহক। যদিও নির্দিষ্ট দূরত্বে রেখে লাইন দেওয়ার কথা বলা হলেও,বেশিরভাগ গ্রাহকই তা মানছেন না।

এছাড়াও করোনা মোকাবিলা রুখতে রাস্তায় বেরোলেই মাস্ক বাধ্যতামূলক বলে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তবে সবার যে মাস্ক থাকতেই হবে তা কিন্তু না। নাক, মুখ ঢাকার জন্য মাস্ক না থাকলেও অন্তত কাপড় দিয়ে মুখ ঢাকতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু সেই নির্দেশের কোন তোয়াক্কা করছেন না ব্যাংকে আসা অধিকাংশ গ্রাহক থেকে পথ চলতি সাধারণ মানুষ। তবে এদিন এলাকার এক বাসিন্দা বলেন, পুলিশ বা ব্যাংক কর্তৃপক্ষ নিয়ম মানার কথা বললে পরিস্থিতি কিছুক্ষণের জন্য বদলাচ্ছে। কিন্তু তাদের নজর সরলেই, আবার সেই একই অবস্থায় ফিরছে গ্রাহক থেকে পথ চলতি মানুষরা।

যদিও গুসকরার বাসিন্দাদের একাংশের আশংকা, যেভাবে বেপরোয়া হয়ে কিছু মানুষ নিয়মের কোন তোয়াক্কা না করেই পথে নামছে, তাতে পুর এলাকায় যে করোনার সম্ভাবনা থাকছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে এই বেপরোয়া জীবন যাপন নিয়ে যথেষ্ট আতংকিত এলাকার বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here