নামেই লকডাউন, প্রভাব পড়েনি জনজীবনে

0
59

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা আতঙ্ক কিংবা লকডাউন সে যাই হোক না কেন, মানুষ রয়েছে তাদের স্বাভাবিক ছন্দেই। কোন কিছুই প্রভাব পড়েনি জনজীবনে। করোনা আতঙ্কের জেরে ডাকা লকডাউনে জনজীবনের স্বাভাবিক চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দা ও বেলাদা এলাকায়।

people leading normal lifestyle in belda | newsfront.co
নিজস্ব চিত্র

লকডাউন -এর ফলে মানুষের রসদ ফুরিয়ে আসছে তাই হয়তো প্রয়োজনের তাগিদে সবাই বাইরে বেরিয়েছেন। কিন্তু সামাজিক দূরত্বটুকু কি তারা মেনে চলছেন ? প্রশ্ন এখানেই।পুলিশ প্রশাসনেরই বা দেখা নেই কেন প্রশ্ন সচেতন এলাকাবাসীদের।

করোনার প্রভাবে যেখানে সারাদেশে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, সেখানে এই ধরনের চিত্র কতটা স্বাভাবিক তা ভাবনার বিষয়। তবে সকালের এই ধরনের চিত্র দুপুর গড়াতেই সম্পূর্ণ উল্টো।প্রায় জনমানবহীন শুনশান রাস্তা।

people leading normal lifestyle in belda | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কনটেনমেন্ট জোনে আক্রান্তদের পরিবারগুলিকে সাহায্য কর্মাধ্যক্ষের

দু’দিকের দোকানগুলো প্রায় বন্ধ। তবে দুপুর গড়িয়ে বিকেলের পর সন্ধ্যা নাগাদ আবার কখনো কখনো দেখা যায় এই জটলার ছবি। তবে পুলিশের যে সক্রিয় ভূমিকা গত কয়েকদিনে দেখা গিয়েছিল তা আর দেখা যাচ্ছে না বলে মনে করছেন অনেকে। অপরদিকে উক্ত এলাকাগুলো থেকে সামান্য দূরে সাউরি এবং বামনাসাই এলাকাতে পাওয়া গিয়েছে করোনা আক্রান্তের খবর।

তাতেও ভয়-ভীতি নেই মানুষের, যেন তারই প্রমাণ দিচ্ছে এই ধরনের জনজীবনের স্বাভাবিক চিত্র।তাহলে কবে ফিরবে হুশ? কবেই বা পুলিশ-প্রশাসন আবার পুনরায় তাদের সক্রিয় ভূমিকা দেখাবেন সেই দিকে তাকিয়ে এলাকার সচেতন ব্যক্তিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here