নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বার্ধক্য ভাতার দাবিতে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে জমায়েত করল তিন কুড়ি পেরানো অসহায় বৃদ্ধ-বৃদ্ধারা।
ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার নারায়ণগড় ব্লকের। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ ঘোষ বাবু অবশ্য জানিয়েছেন, “বার্ধক্য ভাতার জন্য অনেকেই আবেদন করেন।
তবে সবাইকে তো দেওয়া সম্ভব নয়। আবেদনের পর প্রয়োজনীয় সমস্ত দিক খতিয়ে দেখার পর তা দেওয়া হয়। তবে কিছু জনের নাম আছে টাকা আসেনি। আবার কিছু জনের এসেছে তার পরে হয়তো বন্ধ রয়েছে। এই সবকিছুই আজকে জানলাম অনেক এসে বললেন। আমরা সেগুলো খোঁজখবর নিয়ে দেখছি।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু প্রকল্প সমাদৃত বিভিন্ন মহলে। তার মধ্যে দুটি হলো বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা। তবে কেন আজকে বার্ধক্য ভাতা বিধবা ভাতার প্রয়োজনীয় সমস্ত নথি দেওয়ার পরও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে অসহায়ভাবে বহু কষ্ট করে পৌঁছতে হল এই তিন কুড়ি পেরোনো বৃদ্ধ-বৃদ্ধাদের? প্রশ্ন তুলেছেন অনেকেই।
তেমনই এক ৬৩ বছরের বৃদ্ধ গুণধর দাস নিউজফ্রন্ট প্রতিনিধিকে জানান, “আমরা বহুবার ভাতার জন্য আবেদন করেও পাইনি। বহু ধনী ব্যক্তি হয়তো ভাতা পেয়ে যাচ্ছেন।
আমরা গরীব অসহায় মানুষ তাছাড়া আমাদের বয়স ৬০ এর বেশি, প্রয়োজনীয় নথি বহুবার দিয়েছি। আজ পর্যন্ত আমাদের ভাতা চালু হয়নি। আমরা আজ বিডিও সাহেবের কাছে এসেছি এ ব্যাপারে সবকিছু জানালাম।”
অপর এক বিধবাভাতা প্রাপক নারায়ণগড়ের নারমা অঞ্চলের অঞ্জলি মহাপাত্র জানান, “আজ ৩৫ বছর স্বামী মারা গেছেন। সংসার চালাতে খুব কষ্ট হয়।
আরও পড়ুনঃ সন্তানের অত্যাচারে অতিষ্ঠ জন্মদাতা মধ্যরাতে পায়ে হেঁটে পুলিশের দ্বারস্থ
বিধবা ভাতার জন্য তাই বহুবার আবেদন করেছি। কিন্তু আজ পর্যন্ত পাইনি। তাই আজ ব্লক এসে বিডিও সাহেবকে সরাসরি জানালাম।” মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের অধীনে কাজ হলেও এখনো বহু বার্ধক্য ভাতা ও বিধবাভাতা প্রাপকরা বাকি রয়েছেন।
তাদের মধ্যে কেউ কেউ একাধিকবার প্রয়োজনীয় নথি দিয়ে আবেদনও করেছেন। আবার অনেকে বিভিন্ন কারণে আবেদন করতে পারেন নি।তবে মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গিতে বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বৃদ্ধবয়সে চালু এই প্রকল্প মানুষের চাহিদা থাকলেও পরিষেবায় অনেকাংশেই ঘাটতি রয়েছে বলে মনে করছে অনেকে।
ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ ঘোষ বাবু অবশ্য জানান, ” যারা বার্ধক্যভাতা পাননি আবার যখন এই ফর্ম দেওয়া হবে, যারা পাননি তারা আবার পুনরায় আবেদন করতে পারেন। তখন সবকিছু দেখে আবার তাদেরও ব্যবস্থা করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584