মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার জেলার তুফানগঞ্জের দেওচড়াইয়ে বিক্ষোভের মুখে বিজেপি রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জী। অভিযোগ, চুলকানি বাজার এলাকায় বিজেপি কর্মী কাজি রাহুল হোসেনের জমিতে ট্রাক্টর চালিয়ে ধান চাষ নষ্ট করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
এই ঘটনার সরজমিনে দেখতে গেলে বিজেপি প্রতিনিধি দলকে ঘেরাও করে আক্রমণ করতে যায় এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী বলে অভিযোগ।
ঘটনার পরেই বিজেপি রাজ্য ও জেলা বিজেপির নেতা কর্মীরা অবরোধ আন্দোলনে সামিল হয়। দেওচড়াই মোড়ে এই পথ অবরোধের ফলে সড়ক পথে যানচলাচল বাহত হয়। এর ফলে অসম মুখী বেশকিছু মালবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়ি আটকে পড়ে। কার্যত দীর্ঘক্ষণ কোচবিহার তুফানগঞ্জের সড়ক পথে চলাচল বন্ধ থাকে।
আরও পড়ুনঃ রানীনগরে গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
বিজেপি কোচবিহার জেলা সম্পাদিকা দীপা ভট্টাচার্য বলেন, আমাদের সংখ্যা লঘু সেলের এলাকার নেতার চাষযোগ্য জমির নষ্ট করে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং জমি দখল করে নেয়।
এই ঘটনার প্রেক্ষিতে আমাদের রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জী ও রাজ্য সভানেত্রী মালতী রাভার নেতৃত্ব একটি দল সেখানে গেলে তাঁদের উপর আক্রমণের চেষ্টা করে এলাকার কিছু তৃণমূল দুষ্কৃতী। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। গোটা বাংলাতেই প্রশাসন বলে কিছু নেই। কোচবিহার জেলা জুড়ে তৃণমূল সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই ঘটনা তারই প্রমান।
আরও পড়ুনঃ মেদিনীপুরে শিশু চুরির ঘটনায় ধৃত মহিলা
যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃনমূল নেতৃত্ব। জমি বিবাদের যে ঘটনা তা মিটে যাওয়ার পর বিজেপির প্রতিনিধি দল এলাকায় এসেছিল আশান্তি পাকাতে এই ঘটনা প্রতিবাদ জানায় এলাকার মানুষ। যার সাথে তৃণমূলের কোন যোগ নেই। দলের অঞ্চল সভাপতি ফারুক মণ্ডল বলেন, তৃণমূল সর্বদায় এলাকায় শান্তি স্থাপন করতে আগ্রহী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584