নজর দারিতে শিথিলতা তাই চেনা ছন্দে বসছে বাজার, আতংকে বর্ধমানবাসী

0
32

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

রাজ্য জুড়ে চলছে লকডাউন। অথচ দেখলে মনে হবে আর পাঁচটা দিনের মতই স্বাভাবিক ছন্দেই রয়েছে জনজীবন। এদিন বর্ধমান শহর থেকে কৃষক সেতু পেরিয়ে বাঁকুড়া মোড়ের দিকে যাওয়ার পথে, পলেমপুর বাজারে এক অসচেতনতার ছবি দেখা গেল এলাকায়।

Market | newsfront.co
নিজস্ব চিত্র

সেখানে সেতুর দু’ধারে বাজার বসেছে ঠিকই, কিন্তু সরাসরি দামোদরের চর থেকে সবজি নিয়ে আসেন চাষিরা। তাই পাইকারী দরে ফসল কিনতে ভিড় করেন এলাকার সমস্ত খুচরো ব্যবসায়ীরা।এখানে একদিকে রায়না অন্যদিকে খণ্ডঘোষ। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আসে এই বাজারে। তবে মহামারী মোকাবিলায় লকডাউন চললেও, ভিড় কিন্তু আগের মতই রয়েছে জেলার বেশ কয়েকটি বাজারে।

আরও পড়ুনঃ এবার দুঃস্থদের ত্রাণ বিতরণে নবদ্বীপ ধাম রেল স্টেশনের জিআরপি

যদিও বাসিন্দাদের একাংশের দাবি, লকডাউন শুরুর প্রথম কয়েক দিন পুলিশের ভূমিকা ছিল খুবই কড়া। যার জেরে বাইরে পা রাখার সাহস দেখায় নি ক্রেতা-বিক্রেতারা। কিন্তু পরবর্তীকালে নজর দারিতে শিথিলতা এলে এখানে আগের মতোই বাড়ছে ভিড়।

যদিও বিষয়টি ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে। তবে পাশের ফুটবল মাঠে বাজারটিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের তরফ মনে করা হচ্ছে। তবে এদিন বর্ধমান দক্ষিণ এসডিপিও আমিনুল ইসলাম খান জানান, ‘বাজার সম্প্রসারণ করা হবে। তারপরেও যদি ক্রেতা-বিক্রেতা সচেতন না হয় তাহলে অবিলম্বে তাদের গ্রেফতার করা হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here