সুদীপ পাল,বর্ধমানঃ
প্রথম প্রথম সমস্যা হত এখন অভ্যাস হয়ে গিয়েছে বলছেন গুসকরার বাসিন্দারা। আসলে গুসকরা স্টেশন থেকে রেলফটক পর্যন্ত রাস্তায় নিত্যদিন থাকে যানজট। গুসকরা থেকে দুর্গাপুর, আউশগ্রাম যাওয়ার এই একটিই রাস্তা ফলে সারাদিন চাপ থাকে রাস্তার উপর। গাড়ি চলাচলের সংখ্যাও বেশি। সমস্যা জটিল হয় রেলগেট পড়লে তখন বহুদূর পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে। হাটবারে যানজট তীব্র আকার নেয়। হেঁটে যাওয়ারই রাস্তা থাকে না। স্থানীয় বাসিন্দারা বলেন, এই রেলপথ দিয়ে রামপুরহাট, আজিমগঞ্জ, উত্তরবঙ্গ, বিহার যাওয়া যায়, ফলে প্রচুর এক্সপ্রেস, মেলট্রেন-সহ মালগাড়িও চলে। তাই কিচ্ছুক্ষণ অন্তর রেলগেট পড়তে থাকে তাতে জ্যাম আরও বেড়ে যায়। তাছাড়া একেই রাস্তা সরু। তারউপর রাস্তার ধারে অনেকেই অস্থায়ী দোকান খুলে বসেছেন। এলাকাবাসী বিকল্প রাস্তার দাবি তুলছেন। বিষয়টি নিয়ে গুসকরা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওভারব্রিজ তৈরি প্রক্রিয়া শুরু হয়েছে। ওভারব্রিজ হলে যানজটের সমস্যা কমে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584