শ্যামল রায় নবদ্দীপ:
বুধবার নবদ্বীপ ধাম রেলস্টেশনে 1 নম্বর প্লাটফর্ম eid শেডের নিচে দেখা গেল যে হনুমানের দল দখল করে বসে আছে শেডের বসার জায়গা। এমনকি অনুমানগুলো পায়খানা প্র করে বসার জায়গা গুলো নষ্ট করে ফেলে বলে অভিযোগ।
তাই ক্ষোভে ফেটে পড়ছেন ট্রেন ধরতে আসা যাত্রীসাধারণ।
নবদ্বীপ ধাম রেলস্টেশনে 1 নম্বর প্লাটফ্রম এর সকালবেলা এ প্রতিদিন দেখা যায় যে যাত্রীসাধারণ যদি কোন খাবার কিনে খেতে থাকে তাহলে অনুমানের দল এসে তার কাছে কেড়ে নিয়ে চলে যায় এমনকি বিস্কুট সহজে কোন ধরনের খাবার শুকনো খাবার দেখলেই হনুমান কে নিয়ে চলে যাবে এর ফলে তিতিবিরক্ত হয়ে উঠছেন যাত্রীসাধারণ।
এছাড়াও নবদ্বীপ ধাম রেলস্টেশনে প্রায়ই দেখা যায় ়ষাড় গরু আর ছাগলের অবাধ প্রবেশ।
টিকিট কাউন্টারের সামনে একটি বড় ধরনের সার প্রায়ই দেখা যায় এর ফলে যাত্রীসাধারণরা আতঙ্কিত হয়ে পড়েন।
ঐ বড়ধরনের ষাড়টি এক নম্বর প্ল্যাটফর্মে মাঝেমধ্যে উঠে পড়েন।
একদিকে হনুমানের দাপট অন্যদিকে সারের উৎপাত এর ফলে চৈতন্য ভূমি নবদ্বীপ শহর এর দেখতে আসা যাত্রীসাধারণের চরম আতঙ্কের মধ্যে ট্রেন ধরেন বলেও অভিযোগ।
চরম রোদের হাত থেকে বাঁচতে অনুমানগুলো বসার জায়গা গুলো দখল করে থাকে বলে যাত্রী সাধারণের অভিযোগ করেছেন।
যদিও রেল স্টেশনে ব্যাপক সিভিক পুলিশ এবং রেল পুলিশ পাহারায় থাকলেও এই সবের উৎপাত থেকে রেহায় পাচ্ছেন না তারাও। অথচ রেলস্টেশনে একদিকে অনুমান অন্যদিকে সারের উৎপাত এর থেকে বাঁচাতে নিশ্চয়ই অন্য ব্যবস্থা নেয়া উচিত রেল দপ্তরের।
কিন্তু সেই ব্যবস্থা নিচ্ছেন না কেন এটাই প্রশ্ন চুলের তুলেছেন ট্রেন যাত্রীরা।
অথচ চৈতন্য ভূমি নবদ্বীপ ধাম রেলস্টেশনে ট্রেন থেকে নামেন বহু পর্যটক আবার নবদ্বীপ মায়াপুর ঘুড়ি উড়াতেন ধরে যে যার গন্তব্যে চলে যেতে নবদ্বীপ ধাম রেলস্টেশনের অপেক্ষা করতে হয়। কিন্তু একদিকে সারের উৎপাত অন্যদিকে অনুমানের উৎপাত এই দুইয়ের হাত থেকে রেহাই পাবেন কিভাবে যাত্রীসাধারণ এই প্রশ্ন তুলেছেন নবদ্বীপ ধাম রেলস্টেশনে আসা যাত্রীসাধারণ।
তবে কি অনুমান এবং সারের উৎপাতে আতঙ্কিত যাত্রীসাধারণ না ইস্টিশনে বসা ব্যবসায়ীরাও।
মাঝেমধ্যে দেখা গিয়েছে যে অনুমানগুলো রেলস্টেশনে বসা হকার ব্যবসায়ীদের কাছ থেকে তাদের বিস্কুটের জার এবং যেকোন শুকনো খাবার জোর করেই অনুমান কেড়ে নিয়ে পালিয়ে যায়। ওইসব হকার ব্যবসায়ীরা অনুমানের পিছনে ধাওয়া করলে ও কিছু আর করার থাকে না তখন যার শুধু বিস্কুট ফেলে দিয়ে খেতে থাকে তারা। এই দৃশ্য আঁকা নবদ্বীপ ধাম রেল স্টেশনে রোজগার চিত্র হয়ে দাঁড়িয়েছে। রেলস্টেশনে আসা যাত্রীসাধারণের এইসব দৃশ্য দেখে আতঙ্কের পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন তারা। স্টেশন ম্যানেজার ও রেলের পুলিশ জানিয়েছে যে বিষয়টি আমরা দেখছি। যাত্রীরা প্রশ্ন তুলেছেন আদৌ কি এর কোন সুরা হবে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584