আগামী বুধবার থেকে রনগ্রাম ব্রিজে মিলল খালি বাস পারাপারের ছাড়পত্র

0
134

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

বুধবার থেকে খালি বাস পারাপারের ছাড়পত্র মিলল রনগ্রাম ব্রিজের উপর দিয়ে। শনিবার কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা মহকুমা শাসক দপ্তরে সাংবাদিক বৈঠকে জানালেন একথা।

Ranagram Bridge
নিজস্ব চিত্র

সাংবাদিক বৈঠকে এদিন মহকুমা শাসক জানান, রনগ্রাম ব্রিজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে যার ফলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আগামী সোমবার প্রশাসনিক স্তরে একটি বৈঠক করা হবে এবং তারপর বুধবার থেকে খালি বাস চলাচলের অনুমতি দেওয়া হবে রনগ্রাম ব্রিজের উপর দিয়ে।

Kandi Ranagram Bridge
রনগ্রাম ব্রিজ। নিজস্ব চিত্র

এছাড়া ইতিমধ্যেই রনগ্রাম ব্রিজের পাশে নতুন একটি রনগ্রাম ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে সোমবারের প্রশাসনিক বৈঠকের পর স্থির করা হবে রনগ্রাম ব্রিজের উপর দিয়ে বুধবার থেকে কত পরিমান এবং কোন কোন রুটে বাস চলাচল করবে।

আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরেই যানবাহন বন্ধ রণগ্রাম ব্রিজে, দ্রুত চালুর দাবীতে অধীর চৌধুরীর ‘একলা চলো’ পদযাত্রা

Kandi SDO
নবীনকুমার চন্দ্রা, কান্দি মহকুমা শাসক। নিজস্ব চিত্র

আজ প্রাথমিকভাবে যেটা জানানো হয়েছে, প্রায় সমস্ত রকম বেসরকারি ও সরকারি খালি বাস পারাপার করবে রনগ্রাম ব্রিজের উপর দিয়ে। শুধুমাত্র যাত্রীরা রনগ্রাম ব্রিজের উপর পায়ে হেঁটে আবার ওই বাসে চেপে যেতে পারবেন। তাহলে সাধারণ যাত্রীদের অনেকটাই হয়রানি কমে আসবে বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here