ইমাম সাফি, নিউজফ্রন্ট:-
গত ৬ই ডিসেম্বর মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত সৈয়দপুর গ্রামের বাসিন্দা মো: আফরাজুলকে রাজস্থানের উদয়পুরে শম্ভুনাথ নামের এক ব্যক্তি নৃশংসভাবে হত্যা করে। হত্যা করার কৌশল ও পাশবিক হত্যাকাণ্ডের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে ।
আজ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক ডঃ মিনারুল সেখ SDPI এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম ও অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের রাজ্য সভাপতি মৌলানা মোঃ মিনারুল সেখ নিহত আফরাজুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন । আফরাজুলের স্ত্রী দুর্বার বিবি ও তার তিন কন্যা জ্যোৎস্না বিবি (২৫) রেজিনা খাতুন (২৩) ও হাবিব খাতুন (১৫) সকলেই জানাৎ যে বিগত ২০ বছর ধরে সে সেখানে কাজ করতো। কোনো দিন তার বিরুদ্ধে কোনো অভিযোগ শোনা যায়নি । এখন তার বয়স ৫১ বছর-ফলে তার হত্যার সঙ্গে লাভজিহাদের কোনো সম্পর্ক নেই। অভিযোগ উঠেছে।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তায়েদুল ইসলাম বলেন,’ যে এটা পরিকল্পিত হত্যা, লাভজিহাদ অজুহাত মাত্র । হত্যাকারীর আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত।”
ডঃ মিনারুল সেখ বলেন,” এই ঘটনার সাথে লাভিজিহাদকে যুক্ত করা চক্রান্ত ছাড়া কিছুই নয়। হত্যাকারীকে অবিলম্বে কঠোর শাস্তি দেওয়া হোক এবং শহীদ আফরাজুল এর পরিবারের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করুক।”
এ প্রসঙ্গে,মৌলানা মিনারুল সেখ বলেন ,” এটা আফরাজুল নয়, বরং দেশের আইন ও গণতন্ত্রকে হত্যা । তাই দেশের জনগণের নিরাপত্তা ও আইনের হেফাজতের জন্য ঘাতক ও তার সঙ্গে যুক্ত সকল কুচক্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584