সুদীপ পাল,বর্ধমানঃ
রাতে জানলা ভেঙে ঢুকে মোবাইল চুরি করে নিয়ে গেল চোর। শুধু যদি চুরি করে নিয়ে যেত তাহলে হয়তো তাকে ‘রসিক’ বলা যেত না।সেই চোর ফোন চুরি করে নিয়ে যাওয়ার আগে বালিশের পাশে দুটি সিম খুলে রেখে দিয়ে গেল এবং বাংলা ইংরেজি মিশিয়ে রোমান হরফে একটি চিঠিও লিখে গেল। তাতে লেখা,’আমি একজন চোর।তোমার ফোন চুরি করেছি। কোন টেনশন করো না।’ সকালে চিঠি এবং সিম দেখে ভাতাড়ের যুবক সজন মিয়া ভেবেছিলেন তার সাথে কেউ ইয়ার্কি করছেন।কিন্তু তার পরে দেখলেন না তা নয়। ইংরেজিতেযে চিঠি লেখা হয়েছে তাতে বলা হয়েছে,মোবাইল মাত্র এক মাসের জন্য সে নিচ্ছে।তার কারণ মোবাইলটি তার খুব প্রয়োজন।কাজ হলেই তাকে ফেরত দিয়ে দেওয়া হবে।অভিনব এই চুরির ঘটনায় এলাকায় একদিকে যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অন্যদিকে চোর মন জয় করেছে অনেকের তার এই রসিকতার জন্য।জানা গেছে ব্যবসায়ী সজন ঘুম থেকে ওঠার জন্য এলার্ম দিয়ে ঘুমান কিন্তু এদিন ঘুম ভেঙেছিল একটু দেরিতে।কেন এলার্ম বাজলো না? মোবাইলের দিকে হাত দিয়ে দেখেন সেখানে পড়ে রয়েছে সিম এবং চিঠি।সজনবাবু ভাতার থানায় অভিযোগ দায়ের করেছেন।এখন দেখার চোর তার কথা রাখে কিনা।যদিও সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর কবিতায় বলেছেন, ‘কেউ কথা রাখে না। কেউ কথা রাখেনি।’
আরো পড়ুনঃ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি না থাকায় উদ্ধার হওয়া শিশুদের স্থায়ী ঠিকানা নেই
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584