বাঙালি শিল্পীর সুরে হিট হিন্দি সিনেমার গান ‘ফুঁকফুঁক’

0
257

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনাকালে বেশিরভাগ সিনেমাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। সেরকমই ৯ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে পুনীত খান্না পরিচালিত ছবি ‘গিন্নি ওয়েডস সান্নি’। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাস্যে এবং ইয়ামি গৌতম।

আরও পড়ুনঃ দেশ জুড়ে মুক্তির পথে ‘এভাবেই গল্প হোক’

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির একটি নতুন গান ‘ফুঁকফুঁক’। গৌরব চ্যাটার্জি’র সুরে এই গানটি গেয়েছেন নীতি মোহান এবং যতীন্দর সিং। এই গানের কথা লিখেছেন সন্দীপ গৌঢ়। গৌরব চ্যাটার্জি’র সুরারোপিত এই গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বলিউড সিনেমায় এটি গৌরবের প্রথম কাজ নয়। এর আগে সোনালি সেইগল পরিচালিত ‘জয় মাম্মি দি’ সিনেমায় মিকা সিং-এর গাওয়া ‘ইশক দা ব্যান্ড’ গানটিতে সুর দিয়েছেন গৌরব চ্যাটার্জি।

আরও পড়ুনঃ ‘দেবীপক্ষে সন্ধি’ হবে সৃজন-মৌনীতার যুগলবন্দিতে

এছাড়াও, বেশ কিছু স্বল্পদৈর্ঘের ছবিতেও সঙ্গীতের সুর দিয়েছেন তিনি। তাঁর বাবা পেশায় একজন আইএএস অফিসার। মুম্বইবাসী এই বাঙালি সবসময় জানতেন সঙ্গীতই তাঁর পরিচয়। এমবিএ, এমআইসিএ করার পর গৌরব হিন্দুস্তানী শাস্ত্রীয় এবং পশ্চিমা শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নেন।

ফলে খুব অল্প বয়সেই পরিচিতি পান তিনি। গৌরব বলেন, “আমার খুব কম বয়সে তবলার মাধ্যমে সংগীতের ভাষার সঙ্গে পরিচয় হয়েছিল এবং তারপরে আমি বেশ কয়েকজন গুরুর কাছে পিয়ানোয় হিন্দুস্তানীয় ধ্রুপদী, পশ্চিমা ধ্রুপদী সঙ্গীতের প্রশিক্ষণ নিই। আমি ধ্রুপদী, ফোক, সুফি এবং জাজ থেকে অনুপ্রেরিত হয়েছিলাম। আম নিজের গানের জগৎ তৈরি করার চেষ্টা করি যাতে এটি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here