দুর্ঘটনাগ্রস্থ কুলপির পয়লা নম্বর ঘাটে নিরাপত্তা উপেক্ষা করেই চলছে চড়ুইভাতি

0
113

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

পিকনিক করতে এসে কুলপির পয়লা নম্বর নদীতে স্নান করতে নেমে দুর্ঘটনায় এখনও নিখোঁজ একজনের দেহের খোঁজে এখনও চলছে তল্লাশি।

দেহের খোঁজে চলছে তল্লাশি।নিজস্ব চিত্র

সেই ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পয়লা নম্বর ঘাটের উত্তর দিকে গাজির মহল চিতামারি মুড়িগঙ্গা নদীর ধারে সপরিবারে চলছে চড়ুইভাতি।

ঢিল ছোঁড়া দূরত্বে চলছে চড়ুইভাতি।নিজস্ব চিত্র

যখন এই চড়ুইভাতি চলছে তখন দেখা গেল না কোন নিরাপত্তা রক্ষী বা পঞ্চায়েতের কোন প্রতিনিধিকে।অথচ গতকালকেই পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ জানিয়েছিলেন নিরপত্তার ব্যবস্থা করা হবে।চড়ুইভাতি করা পরিবারের সাথে কথা বলে জানা গেল,তারা কোন প্রশাসনিক অনুমতি ছাড়াই চড়ুইভাতি করছে।

চড়ুইভাতি দলের সদস্য জাহাঙ্গীর আহমেদ।নিজস্ব চিত্র

অনুমতি নেওয়া যে প্রয়োজন সেটিও তাদের জ্ঞাত নেই।শুধু নাই নদীতে নামা যে বিপদজনক সে সম্পর্কে বিজ্ঞাপিত ফেস্টুন বা সাইনবোর্ডও উদ্ধার করা গেল না।একের এক দুর্ঘটনা যখন ঘটতেই চলছে তখন প্রশাসনের এ উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা মিনু প্রামানিক।নিজস্ব চিত্র

নিষেধ সত্ত্বেও নদীতে স্নানে নামা থেকে দুর্ঘটনা থেকে শুরু করে পিকনিক পার্টির অভ্যবতায় বিরক্ত এলাকাবাসী।অবিলম্বে তারা চান প্রশাসন এবিষয়ে পদক্ষেপ গ্রহন করুক।

স্থানীয় বাসিন্দা অরূপ কুমার বৈদ্য।নিজস্ব চিত্র

একদিকে শুভঙ্করের দেহের প্রতীক্ষায় তার পিতামাতা আর একদিকে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার প্রত্যাশা।কবে ফিরবে হুঁশ প্রশাসনের তাকিয়ে সেই দিকেই সব্বাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here