নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের রবিবার বহরমপুরের গঙ্গা থেকে প্রায় ৪০-৫০ কিলোমিটার পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে শিব মন্দিরের পথে চলেছেন পুণ্যার্থীরা।
রাঢ়বঙ্গের মানুষদের গঙ্গা থেকে পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে শিবের মাথায় ঢালার রীতি রেওয়াজ চলে আসছে যুগ যুগ ধরে। শ্রাবণ মাসের সোমবারে ভক্তরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রবিবার পায়ে হেঁটে জল নিয়ে আসে। মূলত শ্রাবণ মাসের শেষ সোমবারে এধরনের পুণ্যার্থীর আগমন বেশি হয়।
বহরমপুরের পবিত্র গঙ্গা নদীতে স্নান করে গঙ্গা জল নিয়ে শিব মন্দিরের উদ্দেশ্যে ৪০-৫০ কিলোমিটার পায়ে হেঁটে পুণ্যার্থীরা “ভোলা বাবা পার করেগা, ত্রিশূলধারী শক্তি জাগাও” বলতে বলতে শিব মন্দিরের যাবার পথে পুণ্যার্থীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য রাস্তার মধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব এবং সামাজিক সংগঠন শিবির খুলে কোথাও শরবত, কোথাও অন্ন, কোথাও ওষুধ আবার কোথাও বিশ্রামের ব্যবস্থা করে।
আরও পড়ুনঃ ৭৫ তম স্বাধীনতা দিবসে পুরুলিয়ার বরাবাজার থানার উদ্যোগে মহিলা ফুটবল টুর্নামেন্ট
মুর্শিদাবাদের মানুষের কাছে এই দিনটি একটি উৎসবের মতো। হাজার হাজার পুণ্যার্থী নিজেদের মনস্কামনা নিয়ে শত কষ্ট ব্যথা দূরে ঠেলে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে এরকমভাবে ৪০-৫০ কিলোমিটার পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে যাত্রা করে পুণ্যার্থীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584