শ্যামল রায়, নবদ্বীপঃ
নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির খুললেও দেখা মিলল না কোন দর্শনার্থীর। শুধুমাত্র মন্দিরের গেটে দুই ভিখারি বসে রয়েছেন।
ভিখারিরা জানান, ‘সকাল থেকে কোনো দর্শনার্থী এখানে আসেনি। তাই তাদের পেটে টান পড়েছে।’ এলাকার ব্যবসায়ীদের মুখেও এক কথা।

তারা জানালেন, ‘করোনা পরিস্থিতিতে মানুষ ঘরবন্দি। কিছু বাস যাতায়াত করলেও মানুষজন বাইরে থেকে আসছেন না। ঘর থেকে বের হচ্ছেন না। তাই মন্দির দেখতে আসার যে প্রবণতা আগে ছিল এখন কিন্তু তা নেই।’ অনেকের মতে, ট্রেন চলাচল না করলে দর্শনার্থীরা আসতে পারবেন না।
আরও পড়ুনঃ ডোমকলে ট্রাফিক গার্ডের সূচনা
মন্দিরে লোকও হবে না। তবে মন্দির তরফ থেকে নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মধ্যে দিয়ে মহাপ্রভুর দর্শন করতে পারবেন ভক্তরা।
এসব ব্যবস্থা থাকলেও দর্শনার্থীদের দেখা মেলেনি। অনেকের মতে, কবে যে স্বাভাবিক ছন্দে ফিরে আসবে এখনো তাদের কাছে তা অজানা। সেই কারণে চিন্তিত স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষের একটি অংশ। মন্দির কর্তৃপক্ষ আশায় বুক বেঁধেছেন, ধীরে ধীরে হয়ত স্বাভাবিক হবে সবকিছু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584