তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
শুক্রবার উত্তর দিনাজপুর জেলার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কালিয়াগঞ্জ শাখার ব্যাঙ্ক রাষ্ট্রীয়করনের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে ব্যাঙ্কের অধীনে গঠিত ৫০০ জন স্বর্নজয়ন্তী গ্রুপের মহিলাদের দুটি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ চারা গাছ বিলি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের সম্বর্ধনা ও আর্থিক সাহায্য করা হয়।
গাছগুলি স্বর্ণ জয়ন্তী মহিলাদের হাতে তুলে দেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার।দীপা সরকার বলেন, সংশ্লিষ্ট ব্যঙ্কের কালিয়াগঞ্জ শাখার কর্নধার তথা শাখা নিবন্ধক অপূর্ব মন্ডল গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের বিভিন্ন ভাবে সচেতনতার কাজ করে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংশনীয়।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকে রাজ্যে কালিয়াগঞ্জ থেকে অষ্টম স্থান দখল করায় মধুরিমা দত্তকে সম্বর্ধনা জানানো হয়।
শাখা নিবন্ধক অপূর্ব মন্ডল বলেন ব্যাঙ্ক রাষ্ট্রীয়করনের পূর্বে আনুমানিক ৫৬০টি ব্যাঙ্ক উঠে গিয়েছিল,সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা করা হয়ছিল নয়ছয়।বর্তমানে ব্যাঙ্ক রাষ্ট্রীয়করনে মানুষের ব্যাঙ্কে সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকছে এবং থাকবে।
শাখা প্রবন্ধক অপূর্ব মন্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার অপর এক দরিদ্র ঘরের মেয়ে বিনা গাঙ্গুলী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করায় তাকেও আর্থিক সাহায্য দেন বলে জানা যায়।
আরও পড়ুনঃ বৃক্ষরোপন করে জল সংরক্ষণের বার্তা পড়ুয়াদের
অনুষ্ঠানে শ্রীমতি নদী ও পরিবেশ নিয়ে শাখা নিবন্ধকের চেম্বারে বক্তব্য রাখেন ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ সরকার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষকরত্ন তাঁরা প্রসাদশীতল আচার্য সহ শহরের বিশিষ্ট ব্যক্তিগণ।এই দিন অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিদের মধ্যে মানব বন্ধন গড়ে তোলার জন্য প্রত্যেকর হাতে রাখি পরিয়ে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584