মনিরুল হক, কোচবিহারঃ
মাথাভাঙা মহকুমা শাসকের পরামর্শে ও মাথাভাঙা মহকুমার ক্রীড়া সংস্থার উদ্যোগে ওই মহকুমার বিভিন্ন জায়গায় প্লাস্টিক সাফাই অভিযান করা হয়। রবিবার মহকুমাশাসকের এই কর্মসূচিতে খুশি হয় এলাকাবাসী। এদিন এই কর্মসূচিতে শুরু থেকে শেষ পর্যন্ত কাজে হাত লাগান মহকুমা শাসক নিজেই।
মহকুমা শাসকের পরামর্শে ও মাথাভাঙা মহকুমার ক্রীড়া সংস্থার উদ্যোগে মাথাভাঙ্গা এটিএম মাঠ এবং মহকুমাশাসক দফতরের চারপাশে থাকা সমস্ত প্লাস্টিক সাফাই অভিযান করা হয়।
এই অভিযানে ক্রীড়া সংস্থার সদস্যদের পাশাপাশি ক্রিকেট, ভলিবল, ফুটবল সহ বিভিন্ন খেলার কোচিং ক্যাম্পের সদস্যরা সামিল হন এই কর্মসূচিতে। শুধু তারাই নয়, এই মহৎ কাজে সাংবাদিকরাও হাত লাগান।
এবিষয়ে মাথাভাঙা মহকুমার ক্রীড়া সংস্থার সম্পাদক পরেশ অধিকারী বলেন, ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্লাস্টিক সাফাই অভিযান করা হল। প্রচুর মানুষ এই সাফাই অভিযানে অংশগ্রহণ করেছে। পাশাপাশি মহকুমা শাসকের দফতরের চারপাশও ঝা চকচকে করা হয় এবং প্লাস্টিক সাফাই করা হয়।
এদিন এই কর্মসূচি প্রসঙ্গে মহকুমাশাসক জীতিন যাদব বলেন, শহরকে জঞ্জালমুক্ত ও প্লাস্টিক বর্জন করার যে উদ্যোগ নিয়েছি তাতে মাথাভাঙ্গাবাসীর সাহায্য পাচ্ছি। ভবিষ্যতেও প্লাস্টিক বর্জন নিয়ে ধারাবাহিক কর্মসূচি চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584