দুধের মধ্যে প্লাস্টিকের মিশ্রণ কালিয়াগঞ্জে

0
87

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

বাজার থেকে কেনা দুধ জাল দিতে গিয়ে বেরোলো প্লাস্টিকের মতো ক্ষতিকারক পদার্থ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঘটনা।ঘটনার প্রকাশ এই যে,শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র শান্তিকলোনির এক গৃহস্থের বাড়িতে কালিয়াগঞ্জের সীতামোড় থেকে দুধ কিনে আনার পর গরম করার সময় সেই দুধের মধ্যে থেকে প্লাস্টিক বের হবার খবর জানাজানি হতেই চাঞ্চল্য পরে যায়।

এই সেই প্লাস্টিক।নিজস্ব চিত্র

জানা যায় শহরের শান্তি কলোনির তুবাই সিংহ সকালে শহরের সীতামোড় থেকে দুধ কিনে আনার পর তার স্ত্রী দুধ জাল দিতে গেলেই নজরে পড়ে এই ঘটনা।দুধ যতই জাল দিতে থাকে ততই প্লাস্টিক বের হতে থাকে।এই খবর কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পালের কানে পৌঁছলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান।বাস্তব ঘটনা দেখে তিনি কালিয়াগঞ্জ থানায় ঘটনাটি জানালে কালিয়াগঞ্জ থানার সাব ইনেস্পেকটর রামপদ ঘোষ শান্তি কলোনির তুবাই সিংহের বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা দেখে তার স্যাম্পল সংগ্রহ করেন।পুলিশ বর্তমানে সেই দুধের মূল ভেজালকারীকে পুলিশের গ্রেফতারের জন্য ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করে দিয়েছেন বলে কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় জানান।কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ শহরে এই ধরণের ঘটনা বড়ই দুঃখ জনক।যে দুধের উপর আমাদের পরিবারের শিশুদের জীবন নির্ভর করে সেই দুধ প্লাস্টিকের মতো ক্ষতিকারক মেশানো হচ্ছে কালিয়াগঞ্জের শহরে যা ভাবাই যায়না।তিনি বলেন কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে প্রতিটি দুধের বাজারে এখন থেকে নজরদারি রাখার ব্যবস্থা করা হবে।শুধু তাই নয় অবিলম্বে প্রকৃত ভেজালকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।তুবাই সিংহ রায় বলেন পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিকের ভেজাল দুধ রুখতে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here