প্রতিশ্রুতিই সার, পিএম কেয়ার্স ফান্ড থেকে কোনও টাকাই আসেনি করোনা মোকাবিলায়

0
63

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনা অতিমারি মোকাবিলায় যেকোন ধরণের জরুরী পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালে ‘পিএম কেয়ার্স ফান্ড’ গঠন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি কেন্দ্র এও ঘোষণা করে যে, করোনা টিকা তৈরিতে সহায়তা করার জন্য এই ‘পিএম কেয়ার্স ফান্ড’থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু এক RTI এর উত্তরে জানা গিয়েছে, টিকা উন্নয়নের খাতে প্রতিশ্রুত ১০০ কোটি টাকা আদৌ দেওয়া হয়নি পিএম কেয়ার্স ফান্ড থেকে।

PM Cares Fund

অবসর প্রাপ্ত নৌসেনা আধিকারিক লোকেশ বাত্রা, একটি আরটিআই করেন এই বিষয়ে। আশ্চর্যের বিষয় হল বাত্রা তাঁর আবেদন জমা দেওয়ার প্রায় ৪ মাস পরে অর্থাৎ ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকে একাধিক রিমাইন্ডার দেওয়ার পরে আরটিআই-এর উত্তর পান।

লোকেশ বাত্রা প্রথমে স্বাস্থ্য মন্ত্রকের কেন্দ্রীয় জন তথ্য আধিকারিকের (CPIO) কাছে আরটিআই আইনের অধীনে একটি আবেদন দাখিল করেন পিএম কেয়ার্স ফান্ডের ব্যয়ের বিবরণ চেয়ে। তিনি বিশেষ ভাবে জানতে চেয়েছিলেন, করোনা অতিমারি সময়ে ভ্যাকসিনের জন্য ভারত সরকার পিএম কেয়ার্স তহবিল থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ ঠিক কত। পাশাপাশি ভ্যাকসিন উন্নয়ন প্রক্রিয়ার সাথে জড়িত সরকারী কর্তৃপক্ষ ও সংস্থার নামও জানতে চান তিনি।

আরও পড়ুনঃ করোনা আবহে ভারতে ৪০ জন বিলিওনেয়ার বেড়েছে, দরিদ্র হয়েছেন দ্বিগুণেরও বেশী মানুষ

কোভিড-১৯ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন সেলের সিপিআইও-এর কার্যালয় থেকে বাত্রাকে জানানো হয় যে, টিকা উন্নয়নের জন্য পিএম কেয়ার্স ফান্ড থেকে কোনও অর্থ তাঁরা পাননি।

আরও পড়ুনঃ প্রস্তাবিত ‘ক্যাডার রুলস’ সংশোধন বাতিল করুন, মোদীকে চিঠি মমতার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here