শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
‘আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়।’ কাঁথির সভা থেকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পূর্ব মেদিনীপুরের কাঁথির জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের তোলা বহিরাগত-তত্ত্বের সমালোচনা করে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘রবি ঠাকুর, বঙ্কিমের বাংলায় বহিরাগতদের কথা বলছেন মমতা। আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়। এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়।’
এদিনের জনসভা থেকে তৃণমূল সরকারের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আক্রমণাত্মক মোদি। তিনি বলেন, ‘দিদির শাসনে বোমা, বন্দুক, বিস্ফোরণের শুব্দই শুনতে পাওয়া যায়। এই ছবি বদলাতে পারে শুধু বিজেপিই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় আজ আসল পরিবর্তন জরুরি। বাংলার প্রত্যেক বাড়ি থেকে একটাই আওয়াজ আসছে। ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে।’ স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান নিয়েও এদিন দু চার কথা বলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে।
তৃণমূলের খেলা হবে স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আপনি খেলুন, আমরা সেবা করব।’ তাঁর দাবি, “বিজেপির একটাই মন্ত্র, গরিবের বাড়ি, গরিবের সম্মান। দিদি একের পর এক মিথ্যে অভিযোগ করে বেড়াচ্ছেন। নন্দীগ্রামের মানুষকে অপমান করছেন দিদি। নন্দীগ্রামের মানুষ এই অপমানের জবাব দেবেন। আমাদের স্বপ্ন, আমাদের সঙ্কল্প সোনার বাংলা গড়া।”
আরও পড়ুনঃ বিজেপি বা আরএসএস-এ করলেই মিলবে জামিন, এনআইএ-র বিরুদ্ধে অভিযোগ অখিল গগৈয়ের
তৃণমূলের দুয়ারে সরকার প্রকল্পকেও কটাক্ষ করতে ছাড়েননি মোদি। পাশাপাশি দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে রাজ্যকে আক্রমণ করেন মোদি। তাঁর আক্রমনের লক্ষ্য এদিনও ‘ভাইপো’।
মোদির দাবি, তৃণমূল সরকারের জন্যই বাংলার কৃষকরা কেন্দ্রের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, পিএম কিষান প্রকল্পের সুবিধা পাননি তারা। তাঁর আশ্বাস, বিজেপি সরকার গড়লেই নাকি ৩ বছরের বকেয়া টাকা পাবেন কৃষকরা।
আরও পড়ুনঃ আজব কান্ড! মোদী সরকারের প্রকল্পে নাকি ‘আত্মনির্ভর’ হয়ে উঠেছেন লক্ষ্মীদেবী
মোদির দাবি, বাংলার বিকাশ বিজেপির সঙ্কল্প। বাংলা চায় শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, নারী সুরক্ষা। এর সবই বিজেপিই দেবে বলে দাবি করেছেন তিনি
মেদিনীপুরের মানুষের জন্য আরো একগুচ্ছ প্রতিশ্রুতি শোনা গেছে প্রধানমন্ত্রীর ভাষণে, ‘বিজেপি রাতারাতি তোলাবাজি শেষ করবে। হলদিয়ার হারানো গৌরব ফেরাবে বিজেপি। বাংলায় ডবল ইঞ্জিন সরকার হবে, সুফল পাবেন মেদিনীপুরের মানুষ। জনতার আওয়াজ শুনেই বিজেপির ইস্তেহার তৈরি হয়েছে। দেশের আত্মনির্ভরতার অন্যতম ভরকেন্দ্র মেদিনীপুর। দিদির সরকার আধুনিক কোল্ড স্টোরেজ, ফুড প্রসেসিংয়ের সুবিধে দেয়নি। লোকালের জন্য ভোকাল, এটাই আমাদের সঙ্কল্প।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584