সফর নিচ্ছিদ্র করতে তৎপর কলকাতা পুলিশ, সরকারি মঞ্চে পাশাপাশি মোদি-মমতা

0
55

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

শনিবার দু’ দিনের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য কড়া নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে শহর কলকাতা। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানানোর দায়িত্বে থাকবেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

pm modi and cm mamata banerjee share stage to meeting | newsfront.co
ফাইল চিত্র

সিএএ-বিরোধী আন্দোলনের সূত্র টেনে প্রধানমন্ত্রীকে ‘গো ব্যাক’ প্ল্যাকার্ড দেখানো হতে পারে, এমনটা আঁচ করছেন অনেকেই। সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার পথে ধরনা এবং বিমানবন্দর বা রাজভবন এলাকায় অবরোধ কর্মসূচি। তাই কোনওপ্রকার অপ্রস্তত পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, সেজন্য আগে থেকে সচেতন রয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ মোদির রাজ্য সফর ‘গো ব্যাক’ ধ্বনিতে ভরিয়ে দিতে প্রস্তুতি তুঙ্গে

এদিকে কলকাতায় থাকাকালীন, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, সে প্রসঙ্গে রাজ্য সচিবালয় সূত্রে খবর, শনিবার রাজভবনে গিয়ে  প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যদিও বৈঠকের বিষয় সম্পর্কে কিছুই জানা যায়নি।

দলীয় সূত্রে খবর, ১২ জানুয়ারি, রবিবার কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এক মঞ্চে উপস্থিত থাকবেন মোদি-মমতা। সূত্রের খবর, কলকাতা বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন কর্মচারী শতায়ু নাগিনা ভগত আর নরেশ চন্দ্র চক্রবর্তীকে সম্বর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কলকাতা বন্দর কর্তৃপক্ষের পেনশনভোগীদের জন্য ৫০১ কোটি টাকার চেক হস্তান্তর করবেন।

আরও পড়ুনঃ বাস ও ট্রাকের সংঘর্ষে আগুন, অন্তত ২০ জনের মৃত্যুর আশঙ্কা

জানা গেছে, ১২ জানুয়ারির আগের দিন, শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ওল্ড কারেন্সি ভবনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত থাকবেন সেখানে। এরপর সন্ধ্যার দিকে তিনি যাবেন মিলেনিয়াম পার্ক। পাশাপাশি নতুনভাবে আলোকজ্জ্বল করা হয়েছে হাওড়া ব্রিজকে। সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। আবার এ দিন সন্ধ্যাতেই জলপথে কলকাতা থেকে বেলুড় মঠ যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে রবিবার পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানের পর হলদিয়া বন্দরে রয়েছে আর একটা অনুষ্ঠান। পাশাপাশি ২০০ তপশিলি ছাত্রী আবাস বিশিষ্ট প্রীতিলতা আবাসের উদ্বোধন ও কৌশল বিকাশ কেন্দ্রের দ্বারোদঘাটনে সেদিনই সুন্দরবন যাবেন প্রধানমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here