মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
২৪ সেপ্টেম্বর, শুক্রবার ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ওয়াশিংটনে চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক হবে। সেই বৈঠকে যোগ দিতেই আমেরিকা সফরের কর্মসূচি রয়েছে মোদীর।
চলতি বছরের জানুয়ারি মাসে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের পর জো বাইডেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ কিছু ইস্যু নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। চলতি বছরের মার্চেও ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রথম বৈঠক হয়, এপ্রিলে জলবায়ু সম্মেলন, এমনকী জুনে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের সম্মেলনের সময়েও দুই নেতার বৈঠক হয়েছে ভার্চুয়ালেই।
কিন্তু এই প্রথম সামনাসামনি বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদী এবং জো বাইডেন। আগামী শুক্রবার এই দ্বিপাক্ষিক বৈঠকে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারত ছাড়াও থাকবে জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা।
আরও পড়ুনঃ ধাক্কা রাজ্যের, আমফান দুর্নীতি মামলায় রাজ্যের তদন্ত রিপোর্ট গ্রহণ করল না হাইকোর্ট
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওয়াশিংটনে বাইডেন যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করেছেন, তাতে মোদী-বাইডেনের আলোচনায় থাকতে পারে আফগানিস্তান প্রসঙ্গ। শুধু তাই নয়, গোটা বিশ্বের অতিমারি পরিস্থিতির মোকাবিলা বা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতাবস্থা বজায় রাখার বিষয়ও ওই দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনায় থাকতে পারে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584