নওয়াজের মাতৃবিয়োগে শোকপ্রকাশ করে চিঠি মোদীর, কূটনৈতিক মহলে জল্পনা

0
67

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বর্তমানে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম তিক্ত, পাকিস্তান সরকারের সঙ্গে সবরকম কূটনৈতিক আদানপ্রদান বন্ধ। এমন সময়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।নওয়াজের মায়ের মৃত্যুতে নেহাতই সৌজন্যমূলক সেই চিঠিতে শোকপ্রকাশ করেছেন মাত্র। কিন্তু তা নিয়েই কুটনৈতিক মহলে জল্পনা চরমে।

Nawaz Sharif with PM Modi | newsfront.co
নওয়াজ শরিফ-নরেন্দ্র মোদী। ফাইল চিত্র

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মায়ের মৃত্যু হয় গতমাসে, লন্ডনে। সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে গত মাসেই সৌজন্যমূলক চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী, এমনটাই দাবি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। চিঠিটি গত সপ্তাহেই ভারতের হাই কমিশনের তরফে পৌঁছে দেওয়া হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মেয়ে মারিয়ম নওয়াজের কাছে।

আরও পড়ুনঃ ১০০ বছরের মধ্যে ২০২০ সাল সবচেয়ে খারাপ, বলল টাইম ম্যাগাজিন

২৭ নভেম্বর লেখা ওই চিঠিতে মোদি বলছেন,”প্রিয় মিয়াঁ সাহেব, গত ২২ নভেম্বর আপনার মায়ের মৃত্যু হয়েছে জেনে আমি ভীষণভাবে শোকাহত। এই কঠিন সময়ে আপনার প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা, এই কঠিন সময়ে তিনি যেন আপনার পরিবারকে দুঃখ সহন করার শক্তি দেন।“ নওয়াজ শরীফ সহ তাঁর কন্যা তথা পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মারিয়ম নওয়াজকেও আলাদা করে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ শনিবার ‘বিক্ষুব্ধ’ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক সোনিয়ার

নওয়াজ শরিফ এই মুহূর্তে লন্ডনে। পাকিস্তানে একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে, যার ফলে নিজের দেশে ফেরা তাঁর পক্ষে দুষ্কর। তবে ইমরান সরকারের বিরুদ্ধে পাকিস্তানের সব বিরোধী দল মিলে যে জোট তৈরি করেছে, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের।

নিজে লন্ডনে থাকলেও মেয়ে মারিয়মের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলন পরিচালনা করছেন নওয়াজ। এমন জটিল পরিস্থিতিতে নওয়াজ শরীফকে লেখা মোদির ‘সৌজন্যমূলক’ চিঠি কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ সেকথা ভাবা যেতে পারে। এমনও হতে পারে যে, নরেন্দ্র মোদী আসলে বুঝিয়ে দিলেন, ইমরান খানের সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত হলেও নওয়াজের সঙ্গে তাঁর সম্পর্কে খারাপ নয় ।

উল্লেখ্য, নওয়াজ শরীফের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক যে ভাল, তা আগেও দেখা গিয়েছে। ২০১৫ সালে হঠাৎ করেই নওয়াজ শরীফের নাতনির বিয়ে উপলক্ষ্যে পাকিস্তানে গিয়েছিলেন মোদী। তার পাঁচ বছর পর পাকিস্তানের বিরোধী নেতাকে মোদীর এই চিঠি যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here