নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
‘অভি তো সুরজ উগা হ্যায়।‘-এই কবিতা লিখেই নতুন বছরকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কবিতাটি টুইটারে শেয়ার করেছে ভারত সরকার। পাশাপাশি টুইট করে ২০২১ সালের শুভেচ্ছাও জানিয়েছেন নমো।
ভারত সরকারের তরফে টুইট করে লেখা হয়েছে, ‘‘সকলকে প্রেরণা দিতে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা এই কবিতার সঙ্গে নতুন বছরের প্রথম দিন শুরু করা যাক।“ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে টুইটারে মোদী আরও লিখেছেন, ‘‘নতুন বছরের শুভেচ্ছা। এই বছরটা সুস্বাস্থ্য, আনন্দ ও সমৃদ্ধিতে ভরে উঠুক…।“
Let's start our first day of the new year with a mesmerizing and motivating poem 'Abhi toh Suraj Uga hai', written by our beloved PM @narendramodi. @PIB_India @MIB_India @PMOIndia pic.twitter.com/9ajaqAX76w
— MyGovIndia (@mygovindia) January 1, 2021
শুভেচ্ছাবার্তার পাশাপাশি নতুন বছরের প্রথম দিন সকল দেশবাসীর জন্য বাড়ির প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃ স্লোগান, দাবি আদায়ের শপথেই বর্ষবরণ আন্দোলনরত কৃষকদের
শুক্রবার দেশের ৬ রাজ্যে গ্লোবাল হাউসিং টেকনোলজি চ্যালেঞ্জের অধীনে লাইট হাউস প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে আগামী লক্ষ্যের কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, “আমার বিশ্বাস প্রত্যেকের জন্য বাড়ির লক্ষ্য দ্রুত পূরণ হবে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584