জনগণের কথা ভেবে উদ্ভাবন করুন, সমাবর্তনে জানালেন মোদী

0
58

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দিল্লি আইআইটি-র ভার্চুয়াল সমাবর্তন অনুষ্ঠান হল আজ, শনিবার। এবার অনলাইনেই সার্টিফিকেট পাবেন আইআইটির কৃতী পড়ুয়ারা। এদিন এই সমাবর্তনে আত্মনির্ভর ভারত গঠনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের চাহিদা বিবেচনা করে উদ্ভাবনে জোর দেওয়ার কথাও বলেন তিনি।

PM Narendra Modi | newsfront.co
ফাইল চিত্র

বিশ্ব মানচিত্রে ভারতের পরিচয়ের ধারা পড়ুয়ারাই বহন করে চলেছে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘ব্যবসা হোক বা উদ্ভাবনী সংক্রান্ত যেকোনও কাজ, দেশ আপনাদের সর্বদা সহায়তা করবে। আপনারা দেশের দরিদ্রতম মানুষটির জীবনযাত্রা সহজ করে তোলার চেষ্টা করুন।’

আরও পড়ুনঃ অর্ণবকে রক্ষাকবচ সুপ্রিম কোর্টের

আইআইটি-র এই ভার্চুয়াল সমাবর্তন অনুষ্ঠানে মোদী কৃতী পড়ুয়াদের জানান, ‘আপনাদের একটা সুবিধা আছে। আপনাদের সামনে কর্মক্ষেত্র বা তার বাইরেও নিউ নর্মাল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অনেক সময় রয়েছে। সুতরাং এর উজ্জ্বল দিক সমন্ধে ভাবুন। আপনারা সত্যিই ভাগ্যবান।

আরও পড়ুনঃ বাংলায় ক্ষমতায় এলে সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে হেঁয়ালি অমিতের

নম্বরে খুশি থাকার পাশাপাশি বিগত কয়েক বছরের স্মৃতিও বারে বারেই মনে করার জন্য পড়ুয়াদের পরামর্শ দেন মোদী। বলেন, ‘দিল্লি আইআইটির পড়ুয়ারা কলেজের বন্ধুদের পাশাপাশি ছাত্রাবাসের ভিডিওগেমের বন্ধুদের অনুপস্থিতিও গভীরভাবে উপলব্ধি করবে।’ নরেন্দ্র মোদী আরও বলেন, ‘কাজের মানের দিকে নজর দিতে হবে। অপোস নয়। জনগণের কথা ভেবে উদ্ভাবন করুন। বিশ্বাসযোগ্যতা বজায় রাখুন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here