বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস ও মেট্রো উদ্বোধনে সামিল হতে বঙ্গ সফরে মোদী

0
76

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বিধানসভা ভোট এখনও পাঁচ ছ’মাস দেরি। সেই সময়টুকু প্রচার ছাড়া কিছুই চায় না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ তাদের পাখির চোখ এখন বাংলা। সেই নিরিখেই বাংলায় বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসের উদযাপন ও নোয়াপাড়া- দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

pm narendra modi | newsfront.co
ফাইল চিত্র

যদিও আসার তারিখ এখনও স্থির হয়নি বলে প্রধানমন্ত্রীর অফিস সূত্রের খবর। তবে বিজেপির একটি সূত্রে থেকে জানা গেছে দুটি অনুষ্ঠানই সম্ভবত একসঙ্গে করার চেষ্টা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী চলতি মাসেই আসতে চলেছেন বলে খবর। তবে এবছর করোনা পরিস্থিতিতে পৌষমেলা না হলেও পালিত হবে পৌষ উৎসব। সঙ্গে বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস। আর সেখানেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ নয়া কৃষি আইন প্রত্যাহার না করলে দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি মমতার

বাংলা সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। মেট্রোর উদ্বোধনের পাশাপাশি সম্ভবত বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানেও যাবেন বলে খবর।শোনা গিয়েছিল, কালী পুজোতেই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পৌঁছাবে, তার জন্য মেট্রো কর্তৃপক্ষ জোরকদমে কাজও করছিল। কিন্তু শেষমেশ কালীপুজো ও দীপাবলিতে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পৌঁছায়নি। সিগনালিং-এ ব্যবহার হবে এমন কিছু যন্ত্রাংশ জার্মানি থেকে আসার কথা ছিল।

আরও পড়ুনঃ সৌগত শুভেন্দুর হোয়াটসঅ্যাপ মেসেজের বিষয়বস্তু প্রকাশ্যে আসায় উঠছে প্রশ্ন

সেই যন্ত্রাংশ সময় মতো এসে পৌঁছায়নি। তাই শেষবেলায় কাজ সম্পন্ন হওয়ার পর অবশেষে প্রধানমন্ত্রীর হাত ধরে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন হতে চলেছে। লকডাউনের মধ্যেও দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ হয়েছে। লাইন পাতা থেকে শুরু করে স্টেশন সাজানো, সবই হয়েছে এই সময়। আর যে কাজগুলো বাকি, তাও খুব শীঘ্রই শেষ হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।

অন্যদিকে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে আসার জন্য তাঁকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই মতোই মোদীর আসার সম্ভাবনা রয়েছে। নানা বিতর্কের মাঝেই, কোভিড পরিস্থিতিতে পৌষ মেলা না করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here