সিআইআই সম্মেলনে বৃদ্ধির পথে হাঁটার বার্তা প্রধানমন্ত্রীর

0
44

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনা মোকাবিলায় প্রায় তিনমাস ধরে দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে দৃর্বল হয়ে পড়েছে ভারতের অর্থনীতি। স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। তবে আর নয়। এবার এই করোনা পরিস্থিতিকে জয় করবে ভারত।করোনা ভাইরাস যতই মহামারি রূপে ভারতে থাবা বসাক না কেন, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে দেশ, সিআইআই-এর ১২৫ তম বার্ষিক সম্মেলনে এ কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi | newsfront.co
ফাইল চিত্র

লকডাউনের কারণে দেশের অর্থনৈতিক বৃদ্ধি থমকে গেলেও ফের বৃদ্ধির পথে হাঁটবে ভারত, বললেন তিনি।প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতের প্রতিভায় আমার পূর্ণ বিশ্বাস আছে, দেশের প্রযুক্তি, কৃষি, শিল্পে পূর্ণ আস্থা আছে”। দেশবাসীর জীবনরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, একথা স্বীকার করে তিনি বলেন, “দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর জন্যে সবরকম চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

অর্থনীতিকে চাঙ্গা করতে ৫৩ হাজার কোটি টাকার অর্থসাহায্য করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদেরও পাশে আছে সরকার। করোনা পরিস্থিতির মধ্যে দ্রুতগতির প্রবৃদ্ধির জন্য ভারতে ৫টি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য, অন্তর্ভুক্তি, বিনিয়োগ, পরিকাঠামো, উদ্ভাবন”।

আরও পড়ুনঃ ভিম অ্যাপ ব্যবহারকারীরা সাবধান!৭০ লক্ষ ভারতীয় গ্রাহকের তথ্য ফাঁস হচ্ছে এই অ্যাপের মাধ্যমে: গবেষণা

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সুফল মিলেছে, বলে উল্লেখ করে তিনি বলেন, ভারত লকডাউন পেরিয়ে আনলকের পথে হেঁটেছে, গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠছে। ৮ কোটির বেশি গরিব পরিবারে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে, বলেও উল্লেখ করেন মোদি। একদিকে যেমন এই করোনা পরিস্থিতিতে দেশবাসীর জীবন বাঁচাতে হবে অন্যদিকে তেমনই ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে ঘুরে দাঁড়াতেই হবে দেশকে, এদিন একথা আত্মবিশ্বাসের সঙ্গে জোর গলায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here