নিজস্ব সংবাদদাতা,কালনাঃ
ভাগীরথী নদীর পাড় ও চর থেকে অবৈধভাবে মাটিচুরি আটকাতে তৎপর পুলিশ-প্রশাসন।কালনা থানার পুলিশ গোপণসূত্রে সেই খবর পেয়ে কালনার নন্দগ্রামের একটি ইঁটভাটায় শনিবার অভিযান চালায়।তারপরেই ওই ইঁটভাটার দুজনকে আটক করেন।এছাড়াও মাটিভর্তি একটি ট্রাক্টর ও একটি জেসিবিকে আটক করেন পুলিশ।স্বাভাবিক কারণেই মাটি চুরি আটকাতে পুলিশের এই সদর্থক ভূমিকায় কিছুটা হলেও চুরি আটকানো যাবে বলেই মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়সূত্রে জানা যায় যায় যে, পূর্বস্থলী ও কালনায় বেআইনীভাবে ভাগীরথী নদীর মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে মাটি মাফিয়ারা।আর এই মাটি বিভিন্ন ইঁটভাটা থেকে শুরু করে জমির মালিকদের মোটা টাকার বিনিময়ে বিক্রি করে মুনাফা লাভ করে থাকেন তারা।শুধু তাই নয় এই মাটি কাটার ফলে নদীর ওইসব এলাকায় বড়ো বড়ো খাল তৈরী হওয়ার কারণেই বর্ষায় সমস্যা তৈরী হবে।মাটি মাফিয়াদের বাড়বাড়ন্তে মুখ খোলার উপায় নেই স্থানীয়দের।রয়েছে বিভিন্ন ধরনের ভয়।তাই প্রশাসনের কড়া নজরদারি ও পদক্ষেপ শুরু হয়েছে সড়কপথে ও স্থলপথে।
শুক্রবারও এইরকমই এক অভিযানে পূর্বস্থলী এলাকা থেকে ৪ টি মাটি বোঝাই ট্রাক্টর আটক করেন পুলিশ-প্রশাসন।যদিও এই অভিযান ধারাবাহিকভাবেই চলবে বলে কালনা পুলিশ-প্রশাসনসূত্রে জানা যায়।
আরও পড়ুনঃ ব্যর্থ প্রশাসন, পোস্টার নয় সরল শুভেন্দুর সভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584