নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
আগুনে স্বর্বশ্রান্ত হওয়া মানুষের পাশে দাঁড়ালো ইসলামপুর থানার পুলিশ। সোমবার রাতে রামগঞ্জের কুচিলা গ্রামে অগ্নিকাণ্ডে ৩০টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে গিয়েছিলাম। জেলা পুলিশ সুপার শচীন মাক্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার বাসিন্দারা। অন্যদিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে অন্যান্য সামগ্রীর পাশাপাশি পোশাকও।
আরও পড়ুনঃ আড়াবাড়ির জঙ্গলে আগুন
যে মানুষগুলো আগুন লেগে যাবার পর এক পোশাকে দিন কাটাচ্ছিলেন সেখানে পৌঁছে প্রত্যেক পরিবারের হাতে শাড়ি এবং লুঙ্গি তুলে দিল ইনক্লাব ফাউন্ডেশন নামে একটি সমাজ কল্যাণ মূলক সংস্থার সমাজ কর্মীরা। এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানিয়েছেন, এখনো পর্যন্ত বিডিও অফিস থেকে কোন ত্রাণ এসে পৌঁছায়নি। অবিলম্বে সেখানে ত্রাণ বন্টনের দাবি জানিয়েছেন তারা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584