নতুন করে লকডাউনে কড়াকড়ি পুলিশের

0
31

সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

জেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে নতুন করে এলাকাভিত্তিক লকডাউন ঘোষণা করেছে রাজ‍্য সরকার। রাজ‍্য সরকারের নির্দেশ মতো দক্ষিণ ২৪ পরগনার কন্টেনমেন্ট জোনগুলিতে নতুন করে লকডাউন শুরু হয়ে গিয়েছে।

Police officer | newsfront.co
নিজস্ব চিত্র

প্রশাসন সুত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার তিনটি পুলিশ জেলা সহ ৫টি মহকুমা এলাকা কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৫ টার পর থেকে সেই সমস্ত এলাকায় লকডাউনে কড়াকড়ি শুরু হয়েছে। জেলার ৫ টি মহকুমার মধ্যে আলিপুর সদর মহাকুমার বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, নোদাখালি এলাকার একাধিক ওয়ার্ড কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত হয়েছে।

lockdown strictness | newsfront.co
নিজস্ব চিত্র

বারুইপুর মহকুমা এলাকার বারুইপুরের মদারাট গ্রাম পঞ্চায়েত ও শঙ্করপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকা, রাজপুর সোনারপুর পুরসভার ১৪,২১,১২,৫ নম্বর ওয়ার্ড, জয়নগর সহ ভাঙড়ের কাশীপুর এলাকায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

বিশেষ করে মহেশতলা এবং রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা অনেকটা বেশি। তাছাড়াও মন্দিরবাজার, মগরাহাট, বিষ্ণুপুরের দুটি ব্লকেও কন্টেনমেন্ট জোন রয়েছে অনেক। দক্ষিণ ২৪ পরগনার তালিকা দেখলেই বোঝা যাচ্ছে পুর এলাকার পাশাপাশি গ্রামাঞ্চল তথা পঞ্চায়েত এলাকাতেও সংক্রমণ ছড়িয়েছে ব্যাপক ভাবে।

আরও পড়ুনঃ মাস্ক ব্যবহার না করলেই কড়া ব্যবস্থা, জানিয়ে দিল পুলিশ

ভাঙড়ে কন্টেনমেন্ট জোন গুলি হল আলাকুলিয়া মধ্যপাড়া, উত্তর নাংলা, পূর্ব ভোগালী পাড়া, নওয়াবাদ মোল্লা পাড়া, অনন্তপুর কর্মকারপাড়া, পোলেরহাট বাজার, কাশীপুর বাজার, চন্ডীহাট হাজারিপাড়া, শোনপুর বাজার, পানাপুকুর পাড়া, বিজয়গঞ্জ বাজার, পাকাপোল বাজারা, তাড়াহেদিয়া, ভগবানপুর। এইসব এলাকায় ক্রমশ বাড়ছে সংক্রমণ। কিন্তু হুঁশ নেই জনতার।

আরও পড়ুনঃ রাজনৈতিক সুবিধা পেতেই লকডাউন, কন্টেইনমেন্ট জোনের বদল দাবী দিলীপের

ফলে একপ্রকার বাধ্য হয়েই সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে নতুন করে লকডাউন কার্যকরা করা হয়েছে। আজ সকাল থেকেই পুলিশ টহল শুরু করেছে এই সমস্ত কন্টেনমেন্ট এলাকায়। পুলীশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাইরে থেকে কোনো মানুষকে কন্টেনমেন্ট এলাকায় ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি কন্টেনমেন্ট এলাকাগুলি থেকে কোনো মানুষকে বাইরে বেরোতে দেওয়া হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here