সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
মাধ্যমিক পরীক্ষায় দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটরের মানবিক মুখ দেখলো ছাত্র-ছাত্রী অভিভাবক সকলেই। পরীক্ষার প্রথম এবং দ্বিতীয় দিন অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল দুই ছাত্রী।
সিভিক ভলেন্টিয়ার ছাত্রীদের বাড়িতে নিয়ে গিয়ে পরীক্ষার নির্দিষ্ট সময়ের আগেই অ্যাডমিট কার্ড নিয়ে এসেছিলেন।
আরও পড়ুনঃ অকাল বৃষ্টিতে সমস্যায় মাধ্যমিক পরীক্ষার্থীরা
হাসিমুখে পরীক্ষার হলে প্রবেশ করেছিল ছাত্রীরা। আজ মাধ্যমিক পরীক্ষায় একই ঘটনা ঘটলো কাঁকসায়। পানাগড় হিন্দি হাইস্কুলের এক ছাত্রী পরীক্ষা শুরুর আগে দেখে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছে। তৎক্ষণাৎ প্রধান শিক্ষককে বিষয়টি জানানো হয়।
প্রধান শিক্ষক কর্তব্যরত পুলিশকে জানালে সিভিক ভলেন্টিয়ারের সাহায্যে ছাত্রীর বাড়িতে গিয়ে দ্রুত অ্যাডমিট কার্ড নিয়ে আসার ব্যবস্থা করে পুলিশ। আগেরবারের মতই এবারও হাসিমুখে ছাত্রী প্রবেশ করে পরীক্ষার হলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584