নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
২৯ জানুয়ারি জলঙ্গী সাহেবনগরে এনআরসি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে শাসক তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ ঘোষপুকুরে উদ্ধার পঞ্চাশ লক্ষ টাকার বর্মাটিক কাঠ, গ্রেফতার দুই পাচারকারী
ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, গতকাল রাত্রে হায়দার শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
আজ তাকে বহরমপুর আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হবে সূত্র মারফৎ জানা যায়।
যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত তহিরউদ্দিন মন্ডল ও মিল্টন শেখ এখনো অধরা, জানা যাচ্ছে হায়দার তহিরুদ্দিন এর সঙ্গী বলে জানা গেছে, এফআরআই-এ নাম রয়েছে হায়দার আলীর।
ধৃত হায়দার আলী কোর্টে যাওয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানায় যে, দিনের বেলায় খুন করা হয়েছে নেতারা খুন করে আমাকে জড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে ধৃত হায়দার জানায়, তহিরুদ্দিন ওই কান্ডে জড়িত ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584