পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
আবারও মাদক পাচার চক্রের পান্ডাকে ধরে বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। ৩১ গ্রাম হেরোইন ও তিনজন মাদক পাচারকারীর পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ ১৮,৫০০ টাকা, ১টি মোটর বাইক, বেশ কয়েকটি মোবাইল ফোন, ব্রাউন সুগার মাপার যন্ত্র ও আনুষঙ্গিক আরও কিছু দ্রব্য পাওয়া গিয়েছে।
ধৃতদের আজ রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য, অন্যান্য পাচারকারীদের তল্লাশি চালানো ও তদন্তের জন্য, আদালতের কাছে ধৃতদের সাত দিনের রিমেইন্ডারের আবেদন করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ শহরে হেরোইনের মতো মাদক উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে।
আরও পড়ুনঃ ডাকাতির আগেই চার ডাকাতকে পাকড়াও করল কোলাঘাট থানার পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার গভীর রাতে তল্লাশি অভিযান চালিয়ে রায়গঞ্জের গোয়ালপাড়া থেকে তিনজন মাদক পাচারকারীর গ্রেফতার করা হয়েছে। রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে পুলিশের একটি দল এই তল্লাশি অভিযান চালিয়েছিল।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সাদ্দাম হুসেন, রাহুল শেখ ও অভিষেক সাহা। এদের দুজনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ভাটোল ও ইটাহারে। একজনের বাড়ি দার্জিলিং জেলার শিলিগুড়িতে। সাদ্দাম হুসেন আন্তর্জাতিক মাদক পাচারের সাথে যুক্ত বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584